শুক্রবার, ১৭ মে ২০২৪, ১১:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
রাজনীতিতে মস্তানতন্ত্র : জনক কে ?

একুশে বার্তা ডেক্ : রাজনীতিতে গণতন্ত্র  না মস্তানতন্ত্র – তা নিয়ে প্রধান দুই রাজনৈতিক দলের সেকেন্ড-ইন  কমান্ডদের মুখে সরস উচ্চারণ চলছে। আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতিতে মস্তানচক্রের জনক বিএনপি আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র নির্বাসনে মস্তানতন্ত্র কায়েম করা হয়েছে। আসলে মস্তানচক্রের  জনক কে- এ নিয়ে সচেতনমহলে প্রশ্ন ওঠেছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের রাজনীতিতে মস্তানতন্ত্রের জনক হলো বিএনপি। তিনি বলেন, ‘বিএনপির অতীত হচ্ছে ষড়যন্ত্রের ইতিহাস। তাদের হাতে রক্তের দাগ, পোড়া মানুষের গন্ধ। এ দেশের রাজনীতির ইতিহাসে মস্তানতন্ত্রের জনক বিএনপি। বিএনপির দলের মধ্যে গণতন্ত্র নেই। তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে কি করে।’

গত ১২ ডিসেম্বর  সকালে বগুড়া জেলার আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধে ইনডেমিনিটি আদেশ জারি করা, জেলহত্যা, গ্রেনেড হামলা, আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করাসহ এমন কোনো জঘন্য কাজ নেইÑ যা বিএনপি করেনি। জš§লগ্ন থেকে ক্ষমতার লোভে ধারাবাহিকভাবে তারা মানবতাবিরোধী অপরাধ করে আসছে। জনগণ মনে করে, মানবতাবিরোধী অপরাধ ট্রাইবুন্যালে তাদেরও বিচার হওয়া উচিত।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘একটি বড় দলে রাজনৈতিক নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে। কিন্তু এই প্রতিযোগিতা হতে হবে সংগঠনিক নিয়মনীতি মেনে। কোনোভাবেই দলকে প্রশ্নবৃদ্ধ করে কিছু করা যাবে না। কারণ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দলের শৃঙ্খলার বিষয়ে কঠোর। দলের শৃঙ্খলা না মানলে তাকে দল ছাড় দেবে না।’

তিনি আরও বলেন, ‘নিজের অবস্থান পোক্ত করতে পকেট কমিটি করা যাবে না। দলকে সংগঠিত করতে ত্যাগীদের নিয়ে কমিটি গঠন করতে হবে। কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজদের নিয়ে কমিটি করা যাবে না।’

আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কুদরত ই ইলাহীর সভাপতিত্বে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজিবুল আলম রিপু প্রমুখ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব টানেলের দ্বিতীয় টিউব খননকাজের উদ্বোধন করেন। এ সময় তিনি জানান, ১০ হাজার ৪শ কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব টানেলের দ্বিতীয় টিউবের খননকাজ আজ শুরু হয়েছে। এ পর্যন্ত প্রকল্পের শতকরা ৬১ ভাগ কাজ শেষ হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন এ টানেল দক্ষিণ এশিয়ার নদীর নিচে প্রথম টানেল। নিজস্ব প্রতিবেদক

 

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।