শুক্রবার, ১৭ মে ২০২৪, ০১:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
চট্টগ্রাম কাস্টম হাউস : ৮৫০ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে অর্থ আত্মসাৎ : ৭ কাস্টমস কর্মকর্তা জড়িত

নিউজ ডেক্স : চট্টগ্রাম কাস্টম হাউসে ৮৫০ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে একজন রাজস্ব কর্মকর্তা এবং ৭ জন সহকারী রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে। গতকাল তাদের জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মো. নাসির উদ্দিন।

যাদের জিজ্ঞাসাবাদ করা হয় তারা হলেন- রাজস্ব কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সহকারী রাজস্ব কর্মকর্তা সাইফুন নাহার জনি, মির্জা সাইদ হাসান ফরমান, মো. মাহমুদুল হাসান মুন্সী, মো. মাহবুবার রহমান, মো. ওমর ফারুক, মো. সাইফুল ইসলাম ও মাহমুদা আক্তার লিপি।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক জানান, চট্টগ্রাম কাস্টম হাউসের কয়েকজন কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বদলিকৃত ২ কর্মকর্তার আইডি ব্যবহার করে ৭ জন সিঅ্যান্ডএফ এজেন্টের সহযোগিতায় চট্টগ্রাম বন্দর থেকে আমদানীকৃত মালামাল খালাস করে ৮৫০ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে সরকারি অর্থ আত্মসাতের একটি অভিযোগ অনুসন্ধান করছে দুদক।

 

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।