শুক্রবার, ১৭ মে ২০২৪, ০১:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
” শুল্ক ফাঁকি রোধে স্বর্ণ আটকে কাস্টম হাউস, ঢাকা প্রিভেন্টিভ টীম এর আরেকটা অসামান্য সাফল্য “

নিউজ ডেক্স :অদ্য ০২/১০/২০২১ তারিখে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে কমিশনার মহোদয়, কাস্টম হাউস, ঢাকা এর নিকট আসা এক গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান চালিয়ে ইউ এস বাংলা এয়ারলাইন্স BS 342 ( অবতরণ সময় ০৭:৫০ সকাল তারিখ ০২/১০/২০২১) ফ্লাইট হতে দুবাই ফেরত একজন যাত্রীর রেকটাম ও হাত ব্যাগ হতে ৫০০ গ্রাম স্বর্ণ ( রেকটাম হতে ২ টি বার ১৭২ গ্রাম , হাত ব্যাগ হতে ২টি বার ২৩২ গ্রাম এবং স্বর্ণালংকার
৯৬ গ্রাম ) আটক করেছে কাস্টম হাউস , ঢাকা এর প্রিভেন্টিভ টিম ।

পাসপোর্ট অনুসারে যাত্রীর নাম মো: সালেহ আহমেদ, জেলা : ব্রাহ্মনবারিয়া।

আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৩২০০০০০ (বত্রিশ লক্ষ) টাকা।

আটককৃত যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইনের সংশ্লিষ্ট ধারা ও বিধি মোতাবেক ফৌজদারি মামলা দায়ের করে থানায় প্রেরণ করার ব্যবস্থা চলমান।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।