শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৮:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ইএম ডিভিশন : সহকারি প্রকৌশলী শাহিনুর আলমের ক্যারিশমা : দুই দুইবার বদলির পরও শাহজালাল বিমানবন্দরে বহাল : সংস্থা প্রধানের পজেটিভ নোট! পিসিআর ল্যাব থেকে আয়শা আউট, আবুল ইন

স্টাফ রিপোর্টার : ঢাকার বাইরে দুই দুইবার বদলি,যোগদান, এরপরও তার পুরনো কর্মস্থল শাহজালাল বিমানবন্দরে বহাল। এটা তার ক্যাশিমা বলে অনেকে মনে করেন।এই ক্যারিশমেটিকের নাম হচ্ছে সহকারি প্রকৌশলী ইএম শাহিনুর আলম। দুদক তাকে তলব করলেও পরবর্তীতে তা ধামাচাপা পড়ে যায়। ম্যানেজ মাস্টার শাহিনুর আলম দক্ষহাতে সব ম্যানেজ করে ফেলেন। তার নিয়োগপত্রের পদবির সাথে বর্তমান পদবির কোন মিল নেই। অনেকটা অবৈধ পদে চাকরি করছেন।
এ দিকে তাকে শাহজালালে রাখার জন্য প্রকৌশৃলীদের প্রধান ফাইলে নোট দিয়েছেন বলে জানা যায়।
অন্যদিকে পিসিআর ল্যাবের দায়িত্ব থেকে আয়েশা হককে বাদ দিয়ে আবুল হোসেনকে দায়িত্ব দেয়া হয়। এবার আবুল হোসেনকে আউট করে আবার আয়েশা হককে দায়িত্ব দেয়া হয়েছে।
পিসিআর ল্যাবের কেনাকাটার নেতৃত্ব দেন এক্সইএন ইএম-২, কাজ করে বিএনপি মাইনডেড ঠিকাদার।ৃ

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।