শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৯:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সিএএবি : পরিচালক মানব সম্পদের কথিত ভাগিনা বলে কথা : বার বার স্বর্নসহ ধরা পড়ার পরও হাকিম চাকরিতে বহাল!এ যেন মামার বাড়ির আবদার

স্টাফ রিপোর্টার : সিভিল এভিয়েশনের পরিচালক মানব সম্পদ উন্নয়ন ও সাধারণ প্রশিক্ষণ মোহাম্মদ নূরুল ইসলামের কথিত ভাগিনা বার বার শাহজালাল বিমানবন্দরে স্বর্ন পাচার করতে গিয়ে আইনশৃংখলা রক্ষাকারি বাহিনীর হাতে ধরা পড়ার পরও চাকরিতে বহাল । কার খুটির জোরে পরিচালকের ভাগিনা হাকিমকে সাসপেন্ড ব চাকরিচ্যুত করা হচ্ছে না- তা সিএএবিতে আলোচিত বিষয়। কয়েকদিন আগেও হাকিম স্বর্নসহ ধরা পড়ে বর্তমানে জেলে অছেন। এর আগেও স্বর্নসহ হাকিম ধরা পড়ার পও তাকে সাসপেন্ড বা চাকরিচ্যুত্যু বা ঢাকার বাইরে বদলি করা হয়নি। তাকে প্রাইজ পোস্টিং দিয়ে তৎকালিন ডিডি প্রশাসন বর্তমানে পরিচালক মানব সম্পদের পাশেই সদর দপ্তরে হিসাব শাখায় হিসাব সহকারি হিসেবে দায়িত্ব দেয়া হয়। এটা মামার জোর নাকি মামার বাড়ির আবদার?
মামা নূরুল ইসলামের খুটির জোর নিয়েও সিএএবিতে প্রশ্ন চাউর হচ্ছে। তাকে ব্লাকবল পদে দীর্ঘদিন ডিডি প্রশাসন পদে বসিয়ে রাখার পর পদোন্নতিৃ দিয়ে পরিচালক করা হয়্ কিন্ত তাকে নতুন দায়িত্ব দেয়া হলেও প্রশাসনের লেজ ধরে রাখা হয়। তিনি সমস্ত প্রশাসনিক ফাইলে সই করার পর পরিচালক প্রশাসন সই করেন। এ যেন প্রশাসনের ভিতর প্রশাসন! ফলে প্রশাসনের যত টেন্ডার, স্টোর এমনকি সেমসুর গাড়ির মেরামতসহ জ¦ালানি তেলের ব্যাপারেও পরিচালক মানব সম্পদের একচেটিয়া প্রভাব রয়েছে বলে সিএএবির কর্মচারিরা বলে বেড়ান। তাকে অন্য কোথাও বদলি করা হয় না। তিনিই এখন সিএএবির থার্ড পারসন বলে অনেকে বলে বেড়ান। চেয়ারম্যান, সদস্য এডমিনসহ বড় বড় কর্মকর্তাদের আন্ঞলিকতার কথাও শোনা যায়।
তার বিরুদ্ধে গোয়েন্দা রিপোর্ট ভেস্তে গেছে। সিএএবির চেয়ারম্যান এ ব্যাপারে নজর দেবেন বলে অনেকে মনে করেন।ৃ

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।