শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৭:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বিমানের ক্লিনিং ইজারা নিয়ে অনিয়মের অভিযোগ : চেয়ারম্যান-এমডি বরাবর অভিযোগের পরও টেন্ডার বাতিল করা হয়নি

স্টাফ রিপোর্টার : আইএলও শর্ত লংঘন, অর্থ মন্ত্রণালয়ের সেবা গ্রহণ নীতিমালা/১৮ এবং শ্রম মন্ত্রীর আদেশ থোরাইকেয়ার করে বাংলাদেশ বিমানের ৫ স্থাপনায় ক্লিনিং ইজারা নিয়ে টানাবাহানা চলছে বলে অভিযোগ। ৭টি সিডিউল ক্রয়, ড্রপিং, ২ টি বাতিল, ৩/৬ মিলে সমন্বর করে ইজারা নেয়ার পায়তারা করছে। তবে এতোসব অভিযোগ অস্বীকার করেছেন টেন্ডারে অংশ নেয়া গাজি এন্ড বাদ্রার্স-এর কর্নধার গাজি রেজা। তিনি বলেন টেন্ডারে কোন অনিয়ম হয়নি। দুলাল নামের একজন বিভিন্ন জায়গায় অভিযোগ করে ষড়যন্ত্র করছে।
নাম সর্বস্ব প্যাডে ‘ স্পন্দন এন্টারপ্রাাইজ’১৩৯৫/১, উত্তরখান, নোয়াপাড়ার ঠিকানা ব্যবহার করে গত ২০-০২-২২ এবং গত ১০-০৪-২২ তারিখে বিমানের পরিচালক প্রশাসন বরাবর টেন্ডারে অনিয়মের অভিযোগ এনে তা বাতিল ও পুন: টেন্ডারের দাবি করেছেন।ইজিপি টেন্ডার নম্বর-৬৫৫৫১৯ তারিখ: ১৩-০২-২০২২।অভিযোগের অনুলিপি বিমানমন্ত্রী , সচিব, চেয়ারম্যান , এমডি বরাবর দেয়া হয়েছে। বিস্তারিত পরের কিস্তিতে আসছে-ৃ

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।