শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৪:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
„স্থায়ী জামিন পেলেন খালেদা জিয়া

নিউজ ডেক্স :  কুমিল্লায় অগ্নিসংযোগের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রুলের শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

সরকারবিরোধী আন্দোলনের সময় একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়ার ঘটনায় ২০১৫ সালের ২৫ জানুয়ারি খালেদা জিয়াসহ অন্যদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় অগ্নিসংযোগের মামলা করে পুলিশ।

খালেদা জিয়ার আইনজীবী কায়সার কামাল বলেন, ২০১৯ সালে হাইকোর্ট বিএনপি চেয়ারপারসনের অনির্দিষ্টকালের জামিন মঞ্জুর করেছিলেন এবং এই মামলায় কেন তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না, রাষ্ট্রের কাছে তা জানতে চেয়ে একটি রুল জারি করেছিলেন।’

তিনি বলেন, খালেদা জিয়া মোট ৩৭টি ফৌজদারি মামলার আসামি। এর মধ্যে দুটি মামলায় তিনি দণ্ডিত এবং ৩৫টি মামলায় জামিনে আছেন।

কায়সার কামাল আরও বলেন, আইন তার নিজস্ব গতিতে চললে এবং মামলার কার্যক্রমে বাইরের কোনো হস্তক্ষেপ না হলে ৩৭টি মামলায় বিএনপি চেয়ারপারসন জামিন ও খালাস পাবেন।

 

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।