শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৮:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সিএএবি: সিএটিসি থেকে ১ পিকআপ ডকুমেন্ট গায়েব, তদন্ত কমিটি

স্টাফ রিপোর্টার : প্রকাশ্য দিবালোকে দিনে-দুপুরে সিভিল এভিয়েশনের ট্রেনিং সেন্টার থেকে হিসাব বিভাগের ১ পিকআপ ডকুমেন্ট গায়েব হয়ে গেছে খোদ সিএটিসিতে কর্মরতরাই বলে বেড়াচ্ছেন। বিতর্কিত মহিলা নিরাপত্তা সুপার রুনু- যিনি শাহজালালে যাত্রীর থেকে ৫শ’ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে স্ট্যান্ডরিলিজ হয়ে সিএটিসিতে আসেন-সেই নিরাপত্তা সুপাার রুনুই এ সময় কর্তব্যরত ছিলেন বলে জানা যায়। এ ঘটনায় একাধিক তদন্ত কমিটি গঠিত হয়েছে। তদন্ত কমিটি এর কোন কুলকিনারা করতে পারেনি, তদন্ত চলছে।
বিতর্কিত-স্ট্যান্ডরিলিজকৃতদেরকেই সিএটিসিতে বদলি করায়। শাহজালালে কেউ ধরা খেলে তাকে সিএটিসিতে পাঠানো হয়।বিতর্কিত গার্ড সোনা রফিক, আদম পাচারের মূলহোতাদের এখানে বদলি করা হয়।মাকসুদ তালুকদার নামের একজন নিরাপত্তা সুপারকে শাহজালালে যাত্রীর ডলার হাতিয়ে নেয়ায় অভিযোগে বরখাস্তের পর আবার চাকরি ফিরিয়ে সিএটিসিতে পোস্টিং দেয়া হয়। শাহজালালের প্রধান নিরাপত্তা কর্মকর্তাকে একসময় এখানে পোস্টিং করা হয়। ট্রেনিং করাতে দক্ষ কর্মকর্তা জয়নুলকে এখান থেকে বদলি করা হয়, তার জায়গায় একজন শারীরিক প্রতিবন্ধী কর্মকর্তাকে এখানে পোস্টিং দেয়া হয়। এখানে মনগড়া কেয়ারটেকার পদ সৃষ্টি করে গার্ড রাজ্জাককে এর দায়িত্ব দেয়া হয়।তার বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগে তদন্ত কমিটির রিপোর্টের পর তাকে ট্রেনিং সেন্টারের হোস্টেলে পাঠানো হয়।ৃ

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।