শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
‘ জিয়ার মুক্তির মেয়াদ বাড়বে’

নিউজ ডেক্স :আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, পরিবার আবেদন করলে নির্বাহী আদেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাদন্ড- স্থগিতের মেয়াদ আরও বাড়াবে সরকার। গত ১০ সেপ্টেম্বরর  শনিবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (জাতি) যুগ্ম জেলা ও দায়রা জজ বা সমপর্যায়ের বিচারিক কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। আগামী ২৪ সেপ্টেম্বর বেগম খালেদা জিয়ার শর্তসাপেক্ষে মুক্তির মেয়াদ শেষ হবে জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘তারা (খালেদা জিয়ার পরিবার) তার কারাদন্ড- স্থগিতের মেয়াদ বাড়াতে চায় কিনা, সে বিষয়ে

সিদ্ধান্ত নিতে দিন। আমি বলতে পারি, যদি তার পরিবার এই মর্মে আবেদন করে, তা হলে সরকার অবশ্যই তার সাজা স্থগিতের মেয়াদ বাড়াবে।’

উল্লেখ্য, এর আগে গত ১৬ মার্চ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাদ- স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর পক্ষে মত দেয় আইন মন্ত্রণালয়। সেই অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ৪০১ (১) ধারা অনুযায়ী তার কারাদ- স্থগিত করে প্রজ্ঞাপন দেয়।

২০২০ সালের ২৫ মার্চ সরকার তার কারাদ- ৬ মাসের জন্য স্থগিত করার পর কারাগার থেকে মুক্তি পান খালেদা জিয়া।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ঢাকার একটি বিশেষ জজ আদালত ৫ বছরের কারাদ- দেওয়ার পর ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হয়। পরের বছর ৩০ অক্টোবর হাইকোর্ট এই মামলায় তার আপিল খারিজ করে ১০ বছর কারাদ- দেন। এরপর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ২৯ অক্টোবর নিম্নআদালত তাকে দোষী সাব্যস্ত করে ৭ বছরের সশ্রম কারাদ- দেন।

 

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।