মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৭:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরায় প্রকাশ্য দিবালোকে বিকাশ এজেন্টকে খুন করে ৮ লাখ টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার :  রাজধানীর উত্তরায় ছিনতাইকারীরা আল আমিন (২২) নামে এক বিকাশ এজেন্টকে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে খুন করে প্রায় ৮ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে।

উত্তরার পশ্চিম থানার ওসি আলী হোসেন জানান, উত্তরায় বিকাশের নির্ভর নামে একটি ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে কাজ করেতেন আলামিন। ওসি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার তিনি উত্তরার ৫ নম্বর সেক্টরের ৪ সম্বর সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি প্রাইভেটকার তাকে গতিরোধ করে। এ সময় প্রাইভেটকারের ভেতর থেকে ৪-৫ ছিনতাইকারী বের হয়ে তাকে ডান উরুতে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা ৮ লাখ টাকা ছিনিয়ে নিয়ে প্রাইভেটকার যোগে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে বিকাশ কর্মী আল আমিন বিভিন্ন দোকানে বিকাশের টাকা নিয়ে তার কর্মস্থলে ফিরছিলেন। হেঁেট কিছুদূর যাবার পর একটি প্রাইভেটকার থেকে কয়েকজন দুর্বৃত্ত বের হয়ে তাকে ছুরিকাঘাত করে টাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ সময় আলামিন উরুতে ক্ষতস্থান থেকে রক্তাক্ত অবস্থায় প্রায় আধা ঘণ্টা রাস্তায় পড়েছিলেন। আশপাশের লোকজন কেউ তাকে সাহায্য করতে  এগিয়ে আসেনি। রাস্তায় পড়ে আলামিনের শরীর থেকে প্রচুর রক্ত ঝরতে থাকে। এক সময় তার জীবন প্রদীপ নিভে যায়। তার জীবনপ্রদীপ নিভে যাওয়ার পর কয়েকজন পথচারি আলমিন উদ্বার করে ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণে আলামিনের মৃত্যু হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ওই হাসপাতালে গিয়ে তার লাশ উদ্ধার করে দুপুর ২টার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। এদিকে ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তারা আশপাশের বাসা ও সড়কের সিসিটিভি ফুটেজ দেখে ছিনতাইকারীদের ব্যবহৃত প্রাইভেটকারটি শনাক্তের চেষ্টা করছেন। উত্তরা পশ্চিম থানা ওসি আলী হোসেন জানান, ছিনতাইকারীদের ধরতে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে। নিহত আল-আমিনের বাবার নাম রুস্তম আলী ফারাজি। গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর থানার দক্ষিন সাতুরিয়া গ্রামে। তিনি দক্ষিনখান এলাকায় থাকতে।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।