বুধবার, ১৫ মে ২০২৪, ০৭:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
শাহ আমানতে ১০ লাখ টাকার সোনা জব্দ

স্টাফ রিপোর্টার :  কাস্টমস কর্তৃপক্ষ চট্রগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অভিযান চালিয়ে ১০ লাখ টাকার সোনা জব্দ করেছে। অভিনব কায়দায় ট্রলি ব্যাগের ভেতরে লুকানো ছিল সোনার দণ্ড। শুল্ক কর্মকর্তাদের চোখ ফাঁকি দিতে ওই দণ্ডের ওপর দেওয়া হয়েছে ছিল পারদের প্রলেপ।  কেউ যাতে সন্দেহ না করে এ কারণে অসুস্থতার ভান করে সোনা পাচারের চেষ্টা করেছিলেন দুবাই ফেরত যাত্রী মো. মালেক। কিন্তু এত কৌশল করেও কাস্টমস কর্মকর্তাদের কাছে সোনাসহ ধরা পড়ে গেছেন ওই যাত্রী।

২২ নভেম্বর  বুধবার সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি ব্যাগ থেকে পারদের প্রলেপ দেওয়া সাড়ে তিন কেজি ওজনের সোনার দণ্ডসহ দুবাই ফেরত যাত্রী মো. মালেককে আটক করেছে কাস্টমস কর্মকর্তারা। মালেকের বাড়ি চট্টগ্রামের রাউজানে।

শুল্ক কর্মকর্তারা জানান, পারদের প্রলেপ ছাড়া ওই সোনার ওজন প্রায় তিন কেজি। এর বাজারমূল্য আনুমানিক ১ কোটি ১০ লাখ টাকা।

কর্মকর্তারা জানান, ফ্লাই দুবাইয়ের একটি উড়োজাহাজে করে ওই যাত্রী আজ সকাল ১০টা ১০ মিনিটে বিমানবন্দরে নামেন। বেলা সাড়ে ১১টার দিকে ওই যাত্রীর ব্যাগ তল্লাশি করা হয়। পরীক্ষা করে নিশ্চিত হওয়ার পর বিকেলে এসব সোনার দণ্ড জব্দ করা হয়।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।