বুধবার, ১৫ মে ২০২৪, ০৬:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ডিআইজি মিজানের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পেয়েছে পুলিশ সংস্থার তদন্ত কমিটি : আইজিপি বরাবর হস্তান্তর

স্টাফ রিপোর্টার : পুলিশের ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে অসদাচরণের মাধ্যমে পুলিশ বাহিনী ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর কাছে গত ২৭ ফেব্রুয়ারি  তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের দায়িত্বশীল সূত্র জানায়, গত ২৭ ফেব্রুয়ারি  দুপুরে এডিশনাল ডিআইজি (অর্থ) মাইনুর রহমানসহ তদন্ত কমিটির তিন সদস্য আইজিপি জাবেদ পাটোয়ারীর কাছে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন।

সূত্রমতে, প্রতিবেদনে শৃঙ্খলা ভঙ্গ ও নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য এক তরুণীকে জোর করে তুলে নিয়ে বিয়ে করা এবং এক সংবাদ পাঠিকার সাথে অনৈতিক সম্পর্কের কথা পত্রিকায় প্রকাশের পর  তা আমলে নিয়ে পুলিশ প্রশাসন ডিআইজি মিজানকে ঢাকা মহানগর পুলিশ থেকে প্রত্যাহার করা হয়। পরে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটি ঘটনার সত্যতা পেয়ে তাকে জড়িয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করলো।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।