রবিবার, ১৯ মে ২০২৪, ০৯:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
রোহিংগারা বাংলাদেশের জন্য বার্ডেন : রাষ্ট্রপতি

 

একুশে বার্তা প্রতিবেদন : রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বলেছেন, রোহিংগারা বাংলাদেশের জন্য বার্ডেন। কিন্ত মানবিক দিক বিবেচনায় তাদের বাংলাদেশে আশ্রয় দেয়া হয়েছে। রাষ্ট্রপতি বলেন, কেবল বাংলাদেশ না, সমগ্র বিশ্ব রোহিঙ্গাদের পাশে আছে।রোহিংগাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যাতে সম্মানের সঙ্গে ফেরত যেতে পারেন এবং নিরাপত্তার সঙ্গে নিজ দেশে বসবাস করতে পারেন, তা নিশ্চিত করে আপনাদের ফেরত পাঠানো হবে। রোববার কক্সবাজার রোহিংগা ক্যাম্প দেখতে গিয়ে রাষ্ট্রপতি এ কথা বলেন।   রোহিংগা ক্যাম্পে ত্রাণ বিতরণ শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন,  বাংলাদেশ তাদেরকে আশ্রয় দিয়েছে। সাধ্যমত তাদের পাশে দাঁড়িয়েছে। তিনি বলেন, রোহিংগা প্রত্যাবাসনে  চুক্তি হয়েছে; তারা যাতে নিজ দেশে সম্মানের সাথে ফিরতে পারে সেটা নিশ্চিত করা হবে।চুক্তির বাস্তবায়ন নিয়ে কতটা আশাবাদী- এ প্রশ্নে রাষ্ট্রপতি হামিদ বলেন, আলোচনাতো শুরু হল। আলোচনা হলে ইমপ্রুভমেন্ট হবে। আরবের হুদায়বিয়া চুক্তির উদাহরণ টেনে তিনি বলেন, ওই চুক্তি শুরুতে অপমানজনক মনে হলেও পরে সেটা ‘উপকারী’ হয়েছিল। তিনি বলেন, তারা আত্মমর্যাদা নিয়ে নিজ দেশে ফিরতে পারবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি ও ত্রাণ কার্যক্রমের সার্বিক বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন কক্সবাজারের জেলা প্রশাসক আলী হোসেন। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদসহ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন। দুপুরে হেলিকপ্টারে করে ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছান রাষ্ট্রপতি। সোমবার কক্সবাজারে ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়ামের ‘মেরিটাইম সার্চ অ্যান্ড রেসকিউ এক্সসারসাইজ’ এর উদ্বোধনী অনুষ্ঠানেযোগ দেবেন তিনি।

 

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।