বুধবার, ১৫ মে ২০২৪, ১০:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
প্রথম দিনে এইচএসসিতে অনুপস্থিত ১৩ হাজার শিক্ষার্থী: নকলের দায়ে ঢাকা বোর্ডে ৭ জনসহ সারাদেশে ৮৯ জন বহিষ্কার

স্টাফ রিপোর্টার : সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ১৩ হাজার ৭১৮ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ ছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বন এবং সহযোগিতার অভিযোগে প্রথম দিনে সাতজন পরিদর্শকসহ ৮৯ জনকে বহিষ্কার করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউর হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আজ  সোবার এইচএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্র এবং বাংলা (আবশ্যিক) প্রথম পত্র (ডিআইবিএস) এবং আলিমে কুরআন মাজিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিন ঢাকা বোর্ডে দুই হাজার ৪৮৯জন, রাজশাহীতে এক হাজার ২৫৯ জন, কুমিল্লায় এক হাজার ১৯ জন, যশোরে এক হাজার ৬১ জন, চট্টগ্রামে ৯৯৮ জন, সিলেটে ৭০৬ জন, বরিশালে ৬৫১ জন এবং দিনাজপুর বোর্ডে এক হাজার ৬৩ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ  ছাড়া মাদ্রাসা বোর্ডে ২ হাজার ৪৮৬ জন এবং কারিগরি বোর্ডে ১ হাজার ৯৮৯ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অন্যদিকে নকলের দায়ে কারিগরি বোর্ডে ৩২ জন, মাদ্রাসা বোর্ডে ৪০ জন এবং ঢাকা বোর্ডে সাতজন, বরিশালে ৬জন, দিনাজপুরে ২ জন, যশোর ও সিলেটে একজন করে  পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া সিলেট বোর্ডে চারজন ও কারিগরি বোর্ডের ৩জন পরিদর্শককেও বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশের দুই হাজার ৫৩২টি কেন্দ্রে  আজ সোমবার   থেকে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা ;  অংশ নিচ্ছেন ১১ লাখের বেশি শিক্ষার্থী।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।