শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
‘আগরতলা বিমানবন্দরের জমি দিতে সাড়া দেননি প্রধানমন্ত্রী’

ত্রিপুরার রাজধানী আগরতলায় বিমানবন্দর করার জন্য ভারতকে জমি দেওয়ার প্রস্তাবে সাড়া দেননি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে অভিযোগ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) আগরতলায় দুই দিনব্যাপী ভারত বাংলাদেশ পর্যটন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

যদিও পরে তিনি বলেন, কক্সবাজার ও চট্টগ্রাম বিমানবন্দরে সেবা যাতে ত্রিপুরা রাজ্য পায় সেজন্য উদ্যোগ নেয়া হবে বলে আশ্বাস দিয়েছেন । বিপ্লব কুমার দেব বলেন, বিমানবন্দরের জন্য জমি দিতে রাজি না হলেও ঢাকা-আগরতলা বিমান চলাচল শুরুর আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া আগামীতে বাংলাদেশ নতুন বিমান কিনলে, এর একটি আগরতলা রুটে দেওয়ার আশ্বাস বাংলাদেশের প্রধানমন্ত্রী দিয়েছেন বলেও জানান বিপ্লব কুমার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভাষার ঐক্য দুইদেশকে গভীর বন্ধনে আবদ্ধ করেছে। কাঁটাতারের বেড়া দুদেশের বন্ধুত্বকে ভাগ করতে পারেনি। পরে দুদেশের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত দর্শকরা।এভিয়েশন নিউজ

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।