বুধবার, ১৫ মে ২০২৪, ১০:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আদালতের আদেশ অমান্য করে একই বিষয়ে বার বার প্রবাস থেকে অভিযোগ : সন্ত্রাসী কায়দায় বাড়ি দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার : জমি সংক্রা›ত দেওয়ানি মামলায় আদালত বাদি-বিবাদি উভয়পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দিলেও প্রবাস থেকে নিলুফার দম্পতির ছেলে রাশেদ হোসাইন একই বিষয়ে বার বার পুলিশ বরাবর অভিযোগ করে আদালতের আদেশ অমান্য করে চলছে আর পুলিশকেও এ ব্যাপারে বার বার তদন্তের জন্য কর্মব্যস্ত রেখে হয়রানি করছে।
এ ব্যাপারে মামলার বাদি মো. আহসান হাবিব মুরাদ উপ-পুলিশ কমিশনার উত্তর বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সিনিয়র সহকারি পুলিশ কমিশনার দক্ষিণখান জোন মিজানুর রহমান গত ২.৬.২০১৮ তারিখে উপপুলিশ কমিশনার (উত্তর) বরাবর অনুসন্ধ্যান করে তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন। তদন্ত প্রতিবেদনে তিনি উল্লেখ করেছেন,‘যেহেতু বিষয়টি জমিজমা সংক্রান্ত তাই উভয় পক্ষকে কোন প্রকার বিরোধে না জড়িয়ে শান্তি-শৃংখলা বজায় রেখে বসবাস করা ও বিঙ্ঞ আদালতের নির্দেশনার অপেক্ষায় থাকার পরামর্শ প্রদান করা হলো’।
মামলার বাদি মুরাদ অভিযোগ করেন, আদালতের আদেশ অমান্য করে একই বিষয়ে মো. রাশেদ হোসাইন বার জিডি , মিথ্যা অভিযোগ করছে, হয়রানি করছে, আর আমার পৈত্রিক সম্পত্তিতে ভোগ দখল থাকাবস্থায় জোরপূর্বক দখল করার জন্য সন্ত্রাসী প্রকৃতির লোকজন নিয়া হুমকি-দামকি দিয়ে আসছে।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।