শুক্রবার, ১৭ মে ২০২৪, ১১:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
আমি এই ছবিকে ঘৃণা করি: ট্রাম্প

ডেক্স রিপোর্ট : ঘৃণা করেন। ছবিটি ভাইরাল হওয়ার পর ট্রাম্পের অভিবাসন নীতির সমালোচনার জবাবে টুইটারে এ কথা বলেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, ‘আমি এই ছবিকে ঘৃণা করি। ওই বাবা…সম্ভবত একজন চমৎকার ব্যক্তি ছিলেন। ট্রাম্পের নীতি যেসব মানুষ এ ধরনের নির্মম ও অমানবিক ট্রাজেডির সৃষ্টি করে তাদেরকে যুক্তরাষ্ট্রে আসতে বাধা দেয়। তারা যদি আসা বন্ধ করে, তাহলেই সমস্যার সমাধান হবে। মৃত্যুও বন্ধ হবে।’

রোববার এল সালভাদোরের নাগরিক সাল্টোর মার্টিনেজ এবং তার মেয়ে, এঞ্জি ভ্যালেরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করার চেষ্টাকালে মেক্সিকো সীমান্তের রিও গ্র্যান্ডে নদীর স্রোতের মধ্যে ডুবে যায়।

নিহত বাবা ও মেয়ের ছবিটি ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, মেক্সিকোর সাথে মার্কিন সীমান্তের অংশে রিও গ্র্যান্ডে নদীর পানিতে বাবা ও তার কন্যা মুখোমুখি হয়ে পড়ে আছে।

কয়েক মাস ধরে বিশ্লেষকরা সতর্ক করেছেন যে, সীমান্তে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাবে। কারণ অভিবাসীদের ব্যাপারে মার্কিন কঠোর নীতির ফলে আরও বিপজ্জনক এলাকা দিয়ে প্রবেশের চেষ্টা করতে বাধ্য হচ্ছে মানুষ।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।