শনিবার, ১১ মে ২০২৪, ০৯:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আর্জেন্টিনার খেলা দেখে লজ্জিত ম্যারাডোনা

খেলা ডেক্স : নতুন দায়িত্ব নিয়েছেন দিয়াগো ম্যারাডোনা। বেলারুশের ক্লাব ডায়নামো ব্রেস্টের দায়িত্ব নিয়েছেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। তবে কোচের দায়িত্ব নয় বরং  চেয়ারম্যানের আসনে বসেছেন তিনি। কিন্তু এখনো তিনি আর্জেন্টিনার বিশ্বকাপ ব্যর্থতার কথা ভুলছে পারছেন না। আর্জেন্টিনার খেলার ধরণ দেখে তিনি লজ্জিত বলে জানান।

আর্জেন্টিনার হয়ে ১৯৮৬ সালে বিশ্বকাপ জয়ী ম্যারাডোনাকে বিশ্বকাপ নিয়ে সাম্পাওলির দলের ব্যাপারে প্রশ্ন করতেই তিনি খেলা দেখে লজ্জিত বলে জানালেন। তিনি বলেন, ‘হ্যাঁ, এই একটা শব্দই মাথায় আসছে। আর্জেন্টিনা দল উদ্দেশ্যবিহীন ভাবে মাঠে দৌড়া-দৌড়ি করেছে। এটা দেখতে অত্যন্ত খারাপ লেগেছে। কষ্ট হয়েছে।’

দলের পারফরমেন্স নিয়ে হতাশ ফুটবল রাজপুত্র। তবে মেসিকে দোষ দিচ্ছেন না তিনি। ম্যারাডোনা বলেছেন, ‘হৃদয় দিয়ে ফুটবল খেলা বলতে যা বোঝায়, মেসি একাই সেটা খেলেছে। সে দলের জন্য লড়েছে। কিন্তু কাউকে যে পাস বাড়াবে, সেটাই পায়নি। তাই ওকে আমি দোষ দেব না।’

এরপর ম্যারাডোনাকে উত্তর দিতে হলো এবারের বিশ্বকাপ কেমন লাগল সে প্রশ্নের। ম্যারাডোনা বললেন, খুব একটা ভাল লাগেনি। তাঁর মতে, ‘এবার বিশ্বকাপে কোনও দলকে দেখেই চমকে উঠিনি। কৌশলগত দিক বলতে যা বোঝায়, তারও তেমন প্রতিফলন দেখিনি। প্রায়ই তো ক্লাব পর্যায়ে এমন খেলা দেখা যায়। আহামরি কিছুই ছিল না।’

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।