ঘাটাইলের কোনাবাড়িতে জোর করে ধানকাটাকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ: ১ জন নিহত, ৩ জন গুরুতর আহত: গ্রেফতার ৬, রিমান্ডে ৩

সংবাদদাতা : টাংগাইলের ঘাটাইল থানার ধলাপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কোনাবাড়িতে জোর করে ধান কাটাকে কেন্দ্র করে ভয়াবহ মধ্যুযগীয় সংঘর্ষে ঘটনাস্থলেই আলামিন(২৭) নামে একজন নিহত হয়েছেন, ৩ জন মারাত্মক আহত হয়ে মুত্যুর সাথে পান্ঞা লড়ছেন। পুলিশ ৬ জনকে গ্রেফতার করেছে। এরা হলো: রিপন, রেজ্জাক, সুরুজ, ফাতেমা, ছাফিয়া, লিমন। গ্রেফতারকৃতদের মধ্যে রেজ্জাক, ছাফিয়া, লিমন- এই ৩ জনকে রিমান্ডে নিয়ে পুলিশ জিঙ্ঘাসাবাদ করেছেন। এ ঘটনায় আহতরা হলো: মিয়া চান, মেছের, রুবেল। ২১ জনকে আসামী করে ঘাটাইল থানায় মামলা করেছেন নিহত আলামিনের বোন।
জামিন ছাড়া আসামীরা ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ ওঠেছে। আসামীদের মধ্যে মনসুরসহ অন্যরা চিহ্নিত আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির পদধারি কর্মী বলে জানা যায়। আসামীদের গ্রেফতারে ধলাপাড়া ফাড়িতে দেড় বছর যাবত কর্মরত এসআই আবু তাহের শৈথিল্য করছেন বলেও জানা যায়।
গোপালপুর সার্কেলের এডিশনাল এসপি ফৌজিয়া গত বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি দ্রুত বাকি আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার নির্দেশ প্রদান করেছেন। তিনি বলেন, ৬ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে, ৩ জনকে রিমান্ডে আনা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে জোর পুলিশী তৎপরতা চলছে।