শুক্রবার, ১৭ মে ২০২৪, ১২:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জমি ও ফ্ল্যাটের নিবন্ধন ফি কমে অর্ধেক হয়েছে

ডেক্স রিপোর্ট : জমি ও ফ্ল্যাটের নিবন্ধন ফি কমিয়েছে সরকার। দলিল মূল্যের ২ শতাংশ থেকে কমিয়ে নিবন্ধন ফি ১ শতাংশ করা হয়েছে। আগামী ৫ জুলাই থেকে নতুন এই ফি কার্যকর হবে।

গত বৃহস্পতিবার জারি করা আইন মন্ত্রণালয়ের এসংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, দলিলের মূল্য যা-ই হোক না কেন তার ওপর ১ শতাংশ নিবন্ধন ফি দিতে হবে। আগের মতো সর্বনিম্ন ফি ১০০ টাকার কম হতে পারবে না, এই বিধান আর থাকছে না।

জমি ও ফ্ল্যাট নিবন্ধনের ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটি ৩ শতাংশ, মূল্য সংযোজন কর (ভ্যাট) ৩ শতাংশ ও স্থানীয় সরকার কর হিসেবে ২ শতাংশ অর্থ পরিশোধ করতে হতো। তবে গত বছরের ডিসেম্বর থেকে স্ট্যাম্প ডিউটি ৩ শতাংশ থেকে কমিয়ে ১.৫ শতাংশ করা হয়েছে।

 

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।