বুধবার, ১৫ মে ২০২৪, ০৫:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
জাবিতে প্রথম নারী রেজিস্টারের দায়িত্ব গ্রহণ করলেন রহিমা কানিজ

সংবাদদাতা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথম নারী রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেয়েছেন রহিমা কানিজ। শনিবার বিশ্ববিদ্যালয়ের জন সংযোগ অফিস থেকে পাঠানো এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার-১ (প্রশাসন) এর দায়িত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন রহিমা কানিজ।

১৯৫৯ সালের ১ নভেম্বর ঢাকায় জন্মগ্রহণকারী রহিমা কানিজ ১৯৯৪ সালে সহকারী রেজিস্ট্রার হিসেবে জাবিতে যোগ দেন। ১৯৭৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে ভর্তি হলেও পরবর্তী বছরে তৎকালীন সোভিয়েত ইউনিয়নে গিয়ে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন তিনি।

ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম তার এই দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়ে বলেন, এক সময় নারীদেরই এই দেশের সকল স্থানে হাল ধরতে হবে। তবেই নারীর অধিকার প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে দেশ সমৃদ্ধ হবে।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।