বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৬:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ট্রাফিক আইন লঙ্ঘন: ১ দিনে জরিমানা আদায় ২০ লাখ টাকা

স্টাফ রিপোর্টার : ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে গত ৭ জানুয়ারি মাত্র একদিন অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ  ২০ লাখ টাকা জরিমানা আদায়  করেছে। একই সঙ্গে ৩৭টি গাড়ি ডাম্পিং ও ৪০৪টি গাড়িকে রেকার করা হয়। গত ৮ জানুয়ারি  সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। পুলিশের ট্রাফিক বিভাগ জানায়, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ২০৫টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়। আর নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ৫৭টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ৩টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর দায়ে ১০টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। এছাড়া অন্যান্য আইন লঙ্ঘনের কারণে অভিযানকালে ২ হাজার ৪৩১টি মামলা ও  ২০ লাখ ২৬ হাজার ৪৭৫ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও মোটরসাইকেলের বিরুদ্ধে ৫৯৫টি মামলা ও ১৯টি মোটরসাইকেল আটক করা হয়।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।