শুক্রবার, ১৭ মে ২০২৪, ০১:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা কাস্টমস হাউজ, কুরিয়ারে গোয়েন্দা অভিযানে কোটি টাকার পণ্য জব্দ : রাজস্ব কর্মকর্তা গোপন পাচওয়ার্ড দিয়ে দেন দুই সিএন্ডএফ এন্টারপ্রাইজের হাতে : পেপারস গ্রীণ করে মরিয়ম-ডায়নামিক এন্ট্রারপ্রাইজ!

বিশেষ সংবাদদাতা : কাস্টমসের গোপন পাচওয়ার্ড ব্যবসায়িদের হাতে যাচ্ছে কিভাবে? এ প্রশ্ন সকলকে ভাবিয়ে তুললেও রাজস্ব কার্মকর্তা খবির উদ্দিন ভুইয়া একদম তা ভাবছেন না, তিনি অহরহ কাস্টমসের গোপন পাচওয়ার্ড ব্যবসায়িদের হাতে তুলে দিচ্ছেন। কাস্টমসের আভ্যন্তরীণ তদন্তে এটা উৎঘাটিত হয়েছে, জড়িত ব্যবসায়িরা লাখ লাখ টাকা জরিমানা গুণেছেন, সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব, আঙুল ফুলে কলাগাছ হচ্ছেন রাজস্ব কর্মকর্তা খবির উদ্দিন ভুইয়াসহ সংশ্লিষ্টরা। কিন্ত তাকে হাউজ থেকে বদলি করা হচ্ছে না, সদ্য বদলিকৃত কমিশনার তাকে আগলে রেখেছেন, বর্তমান কমিশনার কি করবেন- তা এখনও বুঝা যাচ্ছে না।
গত বৃহস্পতিবার ৯ সেপ্টেম্বর রাজস্ব কর্মকর্তার যোগসাজশে কাস্টমসের গোপন পাচওয়ার্ড দুই সিএন্ডএফ এন্টারপ্রাইজের হাতে তুলে দেয়া হয় বলে ব্যবসায়িরা জানান, তারা পেপারস গ্রীণ করে পন্য ডেলিভারি দিয়ে ট্রাকে তোলার সময় গোয়েন্দার সংস্থার সদস্যরা অভিযান চালিয়ে তা রুখে দেয়। মাঠে কাজ করে হাসান-আলামিন- নাজির। গ্রেফতারকৃত কাওসার জড়িত ৮-১০ জনের নাম বলেছে তদন্ত সংস্থাকে, তদন্ত সংস্থা তদন্ত করছে।পুলিশ এদের গ্রেফতারে অভিযানে নামছে।
ঢাকা কাস্টমস হাউজে কাস্টমসের গোপন পাচওয়ার্ড জালিয়াতি নতুন কোন ঘটনা, ইতিপূর্বেও এ ঘটনা ঘটেছে, সে যাত্রায় হালিম নামে একজন রাজস্ব কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়। কিন্ত এবারের ঘটনায় খবির উদ্দিন বহাল।
এ ব্যাপারে মরিয়ম এন্টারপ্রাইজের মালিক ঢাকা কাস্টমস এজেন্ট এসোসিয়েশনের নব নির্বাচিত বন্দর সম্পাদক, বিমানবন্দর থানা আওয়ামীলীগ নেতা বেলায়েত হোসেন কাস্টমসের গোপন পাচওয়ার্ড নিয়ে পেপারস গ্রীণ করার কথা অস্বীকার করেন। তবে তিনি বলেন, ৬ মাসে আগে কাস্টমস গোপন পাচওয়ার্ড আমাদের সিএন্ডএফ এজেন্ট মরিয়ম টন্টোরপ্রাইজকে দিতো, আমরা পেপারস গ্রীণ করতাম , এখন আর পাচওয়ার্ড দেয় না। চলবে

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।