শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৯:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা কাস্টমস হাউজ : নতুন কমিশনার যোগদানের এক মাসের মধ্যে রাজস্ব আয় বেড়েছে ৪ গুণ, ফ্রেইটে শৃঙ্খলা ফিরে এসেছে

স্টাফ রিপোর্টার : ঢাকা কাস্টমস হাউজে নতুন কমিশনার ফাইজুর রহমান যোগদানের এক মাসের মধ্যেই সব ইউনিটে রাজস্ব আদায়ের পরিমাণ প্রায় ৪ গুন বৃদ্ধি পেয়েছে, এয়ারফ্রেইট ও কুরিয়ার শুল্কায়নে শৃংখলা ফিরে এসেছে। আর এটা সম্ভব হচ্ছে হাউজ কমিশনারের দিকনির্দেশনায় ডিসি ফ্রেইট, ডিসি প্রিভেনটিভ , শাহজালালে তিন শিফটের ৩ ডিসির কেরামতি এবং এসি কুরিয়ারের বলিষ্ঠ পদক্ষেপে। এয়ারফ্রেইটে এসটির দায়িত্বে কর্মরত আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সহকারি রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলামের তীক্ষ নজরদারি- যে নজরদারি এড়িয়ে পণ্য স্মাগলিং থেকে শুরু করে মিথ্যা ঘোষণা বা ভুয়া ডকুমেন্টে বা নামকাওয়াস্তে ট্যাক্সে পন্য পাচার,খালাস হতে পারে না। ফলে ডে বাই ডে রাজস্ব বাড়ছে, আগের চেয়ে প্রায় ৪ গুন রাজস্ব বৃদ্ধি পেয়ে চলতি অর্থবছরের ৩ মাসের মধ্যে টার্গেট ফুলফিল হয়েও বছর শেষান্তে ৩ গুণ বেশি হবে বলে আশা করছেন হাউজ কর্তৃপক্ষ।
বিমানবন্দর সোনার খনিতে এখন আর সোনা স্মাগলিং হয় না, পাচারকারিরা চেষ্টা করলেও তা বার বার ব্যর্থ করে দিচ্ছে ঢাকা কাস্টমস হাউজের চৌকস প্রিভেনটিভ দল। ,,

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।