শুক্রবার, ১৭ মে ২০২৪, ১১:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা কাস্টমস হাউজ : সিএন্ডএফ সরকারকে মারধর করলো রাজস্ব কর্মকর্তা মৃধা : ৩ কোটি ৪৭ লাখ টাকার মেমরিকার্ড জব্দ

স্টাফ রিপোর্টার : ঢাকা কাস্টমস হাউজে গ্রুপ-৯-এর দায়িত্বপ্রাপ্ত রাজস্ব কর্মকর্তা মৃধা জেড এন্টারপ্রাইজের কাস্টমস সরকার গৌরাংকে মারধর করেছে। গত ১৩ অক্টোবর বিকাল প্রায় ৩ টার দিকে হাউজের চতুর্থতলায় এ মারধরের ঘটনা ঘটে। পল্য খালাসের পেপারসে সই করাকে কেন্দ্র করে এ ঘটনা ঘরেট বলে জানা যায়। এ ঘটনাকে কেন্দ্র করে কাস্টমস সরকাররা ফুসে ওঠছে, যেকোন সময়ে বিস্ফোরণ ঘটতে পারে বলে আশংকা করছে অনেকে। রাজস্ব কর্মকর্তা মৃধা পেপারসে সই করেন আর পেপারস প্রতি স্পীডমানির নামে টাকা হাতিয়ে নেয় এক সিপাই এবং এক বহিরাগত, এটা নিত্যদিনের রেওয়াজ। এখানে( গ্রুপ-৯) রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান দায়িত্বে ছিলেন, তার অনৈতিক কাজের ফিরিস্তি দিয়ে গণমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হলে তৎকালিন কমিশনার তাকে স্ট্যান্ডরিলিজ করেন, ওই রাজস্ব কর্মকর্তা এখনও হাউজে কর্মরত, তাকে আভ্যন্তরীন বদলি ছাড়া ঢাকার বাইরে বদলি করা হয় না।
এ দিকে এয়ারফ্রেইট ইউনিটে পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাস্টমস গোয়েন্দা টিম ৩ কোটি ৪৭ লাখ টাকার মেমরিকার্ড জব্দ করা হয়েছে।ৃ

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।