শুক্রবার, ১৭ মে ২০২৪, ০১:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পারিবারিক কাজে সরকারি দুটি গাড়ি ব্যবহার : নির্বাহী প্রকৌশলী মোকাব্বর আলির বিরুদ্ধে সিএএবির নিম্নমানের তদন্ত রিপোর্ট মন্ত্রণালয়ের প্রত্যাখ্যান : পুন: তদন্তের নির্দেশ

বিশেষ সংবাদদাতা : বংগবন্ধু বিমানবন্দর প্রকল্পের সরকারি দুটি গাড়ি পারিবারিক কাজে ব্যবহারের অভিযোগে সিভিল এভিয়েশনের নির্বাহী প্রকৌশলী ডিভিশন-৩ মোকাব্বর আলির বিরুদ্ধে বিমান মন্ত্রণালয়ের নির্দেশে গত ২৭ মার্চ তদন্ত কমিটি গঠিত হয়। সময়ক্ষেপন করে দীর্ঘ ৮ মাস পর মন্ত্রণালয়ে জমা দেয়া সিএএবির অনভিঙ্ঞ কর্মকর্তার তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে অভিঙ্ঞ কর্মকর্তা কর্তৃক বিষয়টি পুনরায় তদন্তসহ সুস্পষ্ট মতামত চেয়েছে বিমান মন্ত্রণালয়। সেই সাথে সোনা পাচারের অভিযোগে সিএএবির নিরাপত্তা গার্ড তালেব উদ্দিনের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে কিনা- তাও জানতে চেয়ে দাপ্তরিক পত্র জারি করেছে বিমান মন্ত্রনালযের একজন উপসচিব। গত ২৮ নভেম্বর এ দাপ্তরিক পত্র জারি করা হয়। উক্ত দাপ্তরিকপত্রে প্রকৌশলী মোকাব্বর আলির বিরুদ্ধে বিমান মন্ত্রণালয়ে জমাকৃত সিএএবির তদন্ত প্রতিবেদন অত্যন্ত নি¤œমানের বলে উল্লেখ করা হয়েছে। এবং সিএএবির কর্মকর্তাদের তদন্ত কার্যক্রম পরিচালনা এবং প্রতিবেদন লেখার বিষয়ে প্রশিক্ষণ আয়োজন করার মতামত ব্যক্ত করা হয়েছে।
উল্লেখ্য, এ সংক্রান্ত গত ৪ ফেব্রুয়ারি ‘একুশে বাতা’য় দুটি প্রতিবেদন প্রকাশিত হয়।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।