শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৯:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
প্রধানমন্ত্রীর কার্যালয়ের দাপ্তরিক চিঠি ইস্যু : অনিয়ম দুর্নীতির জন্য ৫ বিমান বন্দরের কার্পেটিং কাজের টেন্ডার বাতিল করে ,পুনঃটেন্ডার সহ , ৭ দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

স্টাফ রিপোর্টার : দেশের অভ্যন্তরীণ ৫ বিমান বন্দরের কার্পেটিং কাজের টেন্ডার বাতিল এবং কক্সবাজার বিমান বন্দরের পরামার্শক নিয়োগ বাতিল করতে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, দাপ্তরিক চিঠি জারি করা হয়েছে। এর সাথে জড়িত সংশ্লিষ্ঠ কর্মকর্তদের বিরুদ্ধেও ৭ দিনের মধ্যে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেয়া হয়েছে।

বিমানবন্দর গুলো হলো যশোর বিমানবন্দর, সৈয়দপুর বিমানবন্দর, শাহ মখদুম বিমানবন্দর, রাজশাহী, এবং কক্সবাজার বিমানবন্দর ৷ এই সব বিমান বন্দরের টেন্ডারে চরম দুর্নীতি ও অনিয়মের কারণে, টেন্ডার বাতিল করে আগামি সেপ্টেম্বর মাসে পুনরায টেন্ডার আহ্বান করার নির্দেশ দেয়া হয়েছে।

গত ২০ জুলাই, অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল কার্য বিবরনীর সিদ্ধান্তসমূহ অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে সার সংক্ষেপ উদ্ধৃত করা হয়।

 

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।