শুক্রবার, ১৭ মে ২০২৪, ১১:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ভিসির কার্যালয় ঘেরাও বামপন্থীদের : দাবি আদায় না হলে মনোনয়ন কিনবে না ছাত্রদল

ডেক্স রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র হলের বাইরে একাডেমিক ভবনে স্থাপনের দাবিসহ ছয় দফা দাবিতে ভিসির কার্যালয় ঘেরাও করেছে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য। সোমবার দুপুর পৌনে ১টা থেকে পৌনে ২টা পর্যন্ত এ ঘেরাও কর্মসূচি পালন করেন তারা। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে মধুর ক্যান্টিন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন অংশ প্রদক্ষিণ শেষে ভিসির কার্যালয় ঘেরাও করেন। এর আগে দাবি আদায়ে আল্টিমেটাম দিয়েছিল বামজোট।

এদিকে সাত দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম না কেনার সিদ্ধান্ত নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। প্রতিবাদে বৃহত্তর আন্দোলনে যাওয়ারও ঘোষণা দিয়েছে দীর্ঘদিন যাবত ক্যাম্পাসের বাইরে থাকা ছাত্র সংগঠনটি। আজ মধুর ক্যান্টিনের সামনে সাংবাদিকদের এমনটাই জানান ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান।

 

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।