শুক্রবার, ১৭ মে ২০২৪, ১০:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ভোটার সংখ্যা প্রায় ৬ লাখ : ৭৫ হাজার ভোট পেয়ে ঢাকা-১৮ আসনে হাবিব হাসান জয়ী : বিএনপির প্রত্যাখ্যান: সিইসি বললেন আমেরিকার চেয়েও ভাল নির্বাচন

একুশে বার্তা ডেক্স : ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে মাত্র ৭৫ হাজার ৮২০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী হাবিব হাসান।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এসএম জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ৫ হাজার ৩৬৯ ভোট।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৭৭ হাজার ১৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯৬ হাজার ১৩৫ এবং নারী ভোটার ২ লাখ ৮১ হাজার ৫৩ জন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, ঢাকা-১৮ আসনটি ঢাকা উত্তর সিটির ১, ১৭, ৪৩ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড ও বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত। ভোট কেন্দ্রের সংখ্যা ২১৭টি এবং ভোটকক্ষের সংখ্যা ১৩৫৩টি।এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৬ জন। তারা হলেন- আওয়ামী লীগের মোহাম্মদ হাবিব হাসান, বিএনপির এসএম জাহাঙ্গীর হোসেন, জাতীয় পার্টির নাসির উদ্দিন সরকার, বাংলাদেশ কংগ্রেসের ওমর ফারুক, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ ও পিডিপির মহিববুল্লা বাহার।

বিএনপি এ নির্বাচন প্রত্যাখ্যান করে পুন: নির্বাচন দাবি করেছে।

সিইসি বলেছেন, ভোট হয়েছে আমেরিকার চেয়েও ভাল, বাংলাদেশ থেকে আমেরিকার শিখার আছে।

 

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।