শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
মরক্কোকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে ফ্রান্স, প্রতিপক্ষ আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্কআবারও ইতিহাস সৃষ্টি করলো এমবাপ্পে-গ্রিজম্যানরা। টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলা নিশ্চিত করেছে ফরাসিরা। তবে অঘটনের এই কাতার বিশ্বকাপে মরক্কো আরেকটা অঘটন ঘটাতেই পারতো। তবে তা আর হলোনা, ফ্রান্সের রক্ষণভাগ বার বার ভাঙলেও গোলে বল ঢোকাতে বরাবরই ব্যর্থ হয়েছে হাকিমিরা। কিন্তু এই জায়গায় সফল ফ্রান্স।

প্রথমার্ধের পাঁচ মিনিটের মাথায় থিও হার্নান্দেজের একমাত্র গোলে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ফ্রান্স৷

ফেবারিটের তকমা লাগিয়ে বিশ্বকাপে আসা ফ্রান্স শুরুটাও করে স্বপ্নের মত। থিও হার্নান্দেজের বা পায়ের দারুণশটে ম্যাচের ৫ মিনিটের মাথায় ১-০ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স। বিশ্বকাপে প্রথমবারের মত প্রতিপক্ষ ফুটবলারের কাছ থেকে গোল হজম করল মরক্কো।

এক গোল খেলেও দারুণভাবে খেলতে থাকে মরক্কো। ১১ মিনিটে ডি বক্সের বাইরে থ্বকে উনাহির দূরপাল্লার শট বা পাশে ঝাপিয়ে পড়ে রুখে দেন ফ্রেঞ্চ গোলরক্ষক হুগো লরিস।

১৮ মিনিটে আবারো গোলের সুযোগ পায় মরক্কো। বৌফালের পাস থেকে ডি বক্সে বল পেলেও বা পায়ের দুর্বল শটে গোল করতে ব্যর্থ হন জিয়েচ৷

এর ঠিক ১ মিনিট পরে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ফ্রান্সও। ডি বক্সের ভেতর গোলরক্ষককে একা পেয়ে বা পায়ে শট নেন জিরুড। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বারে লেগে বল চলে যায় বাইরে।

৩৬ মিনিটে দারুণ এক কাউন্টার এটাকে মরিক্কোর রক্ষণভাগে ভয় ধরিয়ে দেয় এমবাপে ও জিরুড। এমবাপের পেসের কাছে পরাস্ত হন মরক্কোর ডিফেন্ডার।

ফলে এমবাপের দুর্বল শট ক্লিয়ার করেন মরক্কোর ডিফেন্ডার। কিন্তু ফোফানার পাস থেকে দারুণ ভাবে একা বল পেয়ে গোলবারের বাইরে শট নেন জিরুড।

৪১ নিনিটে গ্রিজম্যানের কর্নার থেকে ভারানের ডান পায়ের শট আবারো লক্ষ্যভ্রষ্ট হয়ে বাইরে চলে যায়। ম্যাচের ৪৭ মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পায় মরক্কো। কিন্তু এল ইয়ামিকের ওভার হেড কিক গোলবারে লেগে প্রতিহত হয়, ফলে গোলবঞ্চিত হয় মরক্কো।

সর্বশেষ খেলার ৭৯ মিনিটে মুয়ানির গোলে ব্যবধান বাড়ায় ফ্রান্স। ২-০ গোলে এগিয়ে যায় ফরাসিরা।

 

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।