রবিবার, ১২ মে ২০২৪, ১২:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
মৃত্যুর আগে কাশ্মীরের স্বাধীনতা দেখতে চাই: টুইটারে শোয়েব আখতার

খেলা ডেক্স : আগেই টুইটারে নিজের কথা জানিয়েছিলেন শহিদ আফ্রিদি। তিনি বলেছিলেন, ভারতে থাকা কাশ্মীরে অত্যাচার করছে ভারত। এবার পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতারও কাশ্মীর নিয়ে বিতর্কিত কথা লিখলেন ট্যুইটারে।

পাকিস্তানি পেসবোলার শোয়েব আখতার এদিন টুইটারে নিজের অ্যাকাউন্টে লেখেন, ‘‌সালমান জামিন পাওয়ায় আল্লাহকে ধন্যবাদ জানাই। আর জীবনে একটা দিন দেখে যেতে চাই, যেদিন কাশ্মীর, ইয়েমেন, আফগানিস্তানে প্রকৃত স্বাধীনতা ফিরে আসবে। মৃত্যুর আগে এই একটা দিন দেখে যেতে চাই যখন রক্তঝরা বন্ধ হবে।’‌

যদিও কিছুক্ষণের মধ্যেই এই টুইটটি মুছে ফেলা হয়। এরপর আরেকটি টুইটে শোয়েব লেখেন, ‘‌আমাদের দু’‌দেশের নেতৃত্বকেই প্রশ্ন করা উচিত, যে কেন আমরা দীর্ঘ ৭০ বছর ধরে নিজেদের সম্পর্ক উন্নত করতে পারেনি। আমরা কি আরও ৭০ বছর এই ঘৃণা নিয়েই বাঁচতে চাই?‌’‌

সংবাদসংস্থা এএনআইকে দেওয়া প্রতিক্রিয়ায় শোয়েব আরও জানিয়েছেন, ‘‌দীর্ঘ ৭০ বছর ধরে প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে লড়াই চলছে। দু’‌দেশের উচ্চপর্যায়ের প্রশাসকদের এই নিয়ে আলোচনায় বসা উচিত। তাহলেই এই দূরত্ব ঘুচবে। না হলে ৭০ বছর ধরে আমরা যা ভোগ করেছি, আমাদের পরবর্তী প্রজন্মও তাই ভোগ করবে। সেটা কী আমরা কেউ চাই?‌’‌ ‌‌

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।