বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
রাজধানীতে এইচএসসির প্রবেশপত্র আটকে রাখার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : টাকা না দেয়ায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রবেশপত্র আটকে রাখার প্রতিবাদে বিক্ষোভ করেছেন ঢাকা মহানগর মহিলা কলেজের শিক্ষার্থীরা। আজ সকালে লক্ষ্মীবাজারে কলেজ গেটে প্রায় শতাধিক শিক্ষার্থী অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। শিক্ষার্থীদের অভিযোগ মডেল টেস্টে ফল খারাপের কথা বলে তাদের কাছ থেকে দেড় থেকে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা চাওয়া হচ্ছে। এই টাকা পরিশোধ না করলে তাদের প্রবেশপত্র দেয়া হচ্ছে না। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বাড়তি ফি নেয়ার উপর গতবছর রুল জারি করেছিল হাইকোর্ট। এরপরও বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাড়তি ফি নেয়ার অভিযোগ উঠে।

উল্লেখ্য, আগামী ২রা এপ্রিল থেকে চলতি বছরের এইসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।