বুধবার, ১৫ মে ২০২৪, ১০:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
শাহজালালে ৩০ লাখ টাকার ওষুধ ও ৯ লাখ টাকার সিগারেট জব্দ

বাশার : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটি টিম এবং শুল্ক গোয়েন্দা পৃথক পৃথক অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা সমমূল্যের আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ মূল্যবান ট্যাবলেট ও ইনজেকশন ও ৯ লাখ টাকার নিষিদ্ধ সিগারেট জব্দ করেছে । ৬ ডিসেম্বর এ গুলো জব্দ করা হলেও ৭ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরের দিকে বিষয়টি  নিশ্চিত করে কাস্টমস কর্তৃপক্ষ।  সহকারী পরিচালক সাইদুল ইসলাম ( প্রিভেনটিভ) জানান, গত ৬ ডিসেম্বর  বুধবার রাত সাড়ে ৮টার দিকে ভারতের পশ্চিম বঙ্গের হাবরা এলাকার বাসিন্দা সজল বনিক স্পাইসজেট এয়ারওয়েজের (কলকাতা-ঢাকা) একটি ফ্লাইটে (এসজি ৭১) শাহজালালে আসেন। তার ল্যাগেজ থেকে ওষুধগুলো জব্দ করা হয়। এ দিকে  ৯ লাখ টাকা মূল্যের ৩০ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর- যা ১৫০ কাটনে পাওয়া যায়। এসব সিগারেট আরব আমিরাতের শারজাহ থেকে গত মঙ্গলবার রাতে আসার পর জব্দ করা হলেও গত বুধবার রাতে এসব তথ্য জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহা-পরিচালক (ডিজি) ড. মঈনুল খান। তিনি জানান, সিগারেটগুলো শারজাহ হতে জি -৯৫১৫ ফ্লাইটে ঢাকায় আসে।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।