রবিবার, ০৫ মে ২০২৪, ০২:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
শাহজালাল বিমানবন্দর : বিমানের গ্রাউন্ড সার্ভিস সুপাররা ডেক্সে বসে ভিজিট ভিসায় মানব পাচার করছে, প্রতিদিন পার করছে শতাধিক যাত্রী, গোয়েন্দা সংস্থা খতিয়ে দেখছে

স্টাফ রিপোর্টার : বিমানের গ্রাউন্ড সার্ভিস সুপারভাইজাররা পালাক্রমে ডিউটিতে শাহজালাল বিমানবন্দরে ডেক্সে বসে ভিজিট ভিসায় প্রতিদিন শতাধিক আদম পাচার করছে। হাতিয়ে নিচ্ছে জনপ্রতি ২/৩ হাজার টাকা করে। দুবাই-কুয়ালালাম ফ্লাইটে এ সব মানব পাচার হয়ে যাচ্ছে। ভিজিট ভিসায় এ সব মানব সংশ্লিষ্ট দেশে প্রবেশ করে পালিয়ে কাজ করছে, আবার কেউ কেউ জেল খেটে কর্পদকহীন দেশে ফেরত আসছে।দীর্ঘদিন যাবত এ পদ্ধতিতে মানব পাচার হয়ে যাচ্ছে। গোয়েন্দা সংস্থা এদের গতিবিধি নজরদারি করছে। কিন্ত হাতেনাতে ধরতে পারছে না। এরা বিকাশে অথবা নগদে লেনদেন করছে।
বিমান কাউন্টারে ডিউটিরত এসব ভিজিট যাত্রীরা কাউন্টারে যাবার পর প্রশ্ন করছে ‘লো প্রোফাইল’? ইয়েস বললে কাউন্টারম্যানরা তাদের কার্যক্রম শুরু করছে। এদের এজেন্সির থেকে মানব প্রতি ২/৩ হাজার টাকা করে হাতিয়ে নিয়ে প্রতিদিন ২/৩ যাত্রী পাচার করে দিচ্ছে।এদের মধ্যে রয়েছে বিমানের গ্রাউন্ড সার্ভিস সুপারভাইজার মনির, রাজন,মশিউর, তৌফিক, খালেদ, আমিন (আশকোনা), মালেক,সানোয়ার।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।