বুধবার, ০৮ মে ২০২৪, ১১:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
শাহ মখদুম বিমানবন্দর ম্যানেজারের স্বেচ্ছাচারিতা, অনিয়ম-দুর্নীতি, কমিশন বাণিজ্য জমজমাট! ঠিকাদাররা জিম্মি

স্টাফ রিপোর্টার : রাজশাহী শাহ্ মখদুম বিমানবন্দর ম্যনেজার দিলারা পারভীনের স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি এবং কমিশন বাণিজ্য জমজমাট।তার দূর্নীতি অনিয়মের নানা কথা যেন সবার মুখে মুখে। পূর্বে এ্য ̈ারোডধাম অফিসার হিসাবে দশ বছর দায়িত্ব পালন করলেও বর্তমান শাহ মখদুম বিমানবন্দর ব্যবস্থাপক হিসাবে নিয়োজিত আছেন।
বিশ^ ̄Í সূত্রে এবং ঠিকাদারদের অভিযোগে জানা যায়, তার শ^শুর বাড়ী গোপালগঞ্জ জেলা স্বাামী রাজশাহী বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক
শিক্ষক হিসেবে নিয়োজিত থাকায় সেই ক্ষমতার দাপটে বিমানবন্দর ব্যবস্থাপক হিসাবে দ্বায়িত্ব নেন। বিমানবন্দর
ব্যবস্থাপক দিলারা পারভীনের নিজ বাড়ী রাজশাহী হওয়ায় তিনি দিনে দিনে সকল পর্যায়ে ক্ষমতার অপব্য ̈বহার করেন
এবং হুমকি ধামকি দিয়ে থাকেন। দায়িত্ব গ্রহনের ৭/৮ মাস পূর্ন না হলেও শুরু করে দিয়েছেন নানা অনিয়ম ও
দূর্নীতির যাএা।
ঠিকাদাররা জানান,শাহ মখদুম বিমান বন্দর রাজশাহীর ২০২০-২০২১ অর্থ বছরের সম্পাদিত কাজের ব্যা ̈পক অনিয়ম-দূর্নীতি
সংঘটিত হয়েছে। যেমন- সিসিটিভি এর মেরামত মালামাল μয় করার কথা থাকলেও তা μয় করা হয় নাই। সিএএবি
কর্তৃপক্ষ দুইলক্ষ টাকার কার্যাদেশ দিলেও সিএনএস প্রকৌশলী এবং বিমান বন্দর ব ̈ব ̄’াপক ভাগাভাগি করে নিয়েছে।
ঠিকাদার কর্তৃক মালামাল সরবরাহ ও মেরামতের কথা উল্লেখ থাকলেও তা বাস্তÍবে সম্পাদন করা হয় নাই। উক্ত
কাজের সমুদয় টাকা সিএনএস প্রকৌশলী এবং বিমানবন্দর ব ̈ব ̄’াপক আত্মসাদ করে দিয়েছে। এছাড়া ও একই অর্থ
বছরের সিএনএস প্রকৌশলীর দপ্তরে অর্ন্তভূ৩ কাজ এনডিবি এবং ভিওআর এর সার্বিক যন্ত্রপাতি মেরামতের কথা উল্লেখ
থাকলেও তাহা সম্পাদন করা হয় নাই। ঠিকাদার কর্তৃক কোন কাজ সম্পাদন না করে ঠিকাদারের বিল জোরপূর্বক
নিজেদের কাছে জব্দ করে নিজেদের মাঝে ভাগ বাটোয়ারা করে নিয়েছে। যা তদন্ত করলেই ধরা পড়বে। দুদক দুর্নীতির খাতওয়ারি তদন্ত করলেও থলের বিড়াল বের হয়ে আসবে।
বিমানবন্দর ব ̈ব ̄’াপকের দ্বারা পরিচালিত শাহ্ মখদুম বিমানবন্দরের সার্বিক পরি ̄‹ার পরিচ্ছন্নতা যেমন
ফুলবাগান, রানওয়ের উভয় প্রান্তের ঘাশ কাটা এবং আবাসিক এলাকার জ১⁄২ল পরি ̄‹ার করার কথা থাকলেও তাহা করা
হয়না। ২০২০-২০২১ আর্থিক সালে সিএএবি কর্তৃপক্ষ দুইলক্ষ টাকা কার্যাদেশের বিপরীতে ঠিকাদারকে বিল প্রদান করা
হয় কিন্তু ঠিকাদার কর্তৃক কোন কাজ সম্পাদন না করে উ৩ বিমানবন্দর ব ̈ব ̄’াপক আত্মসাদ করে এবং রানওয়ে ও
আবাসিক এলাকার শিশুপার্ক, নতুন ̄‹ুলের খেলার মাঠের পাশের্^ প্রাক…তিকভাবে বর্ধিত ছন কোন প্রকার অফিশিয়াল
অনুমোদন ব ̈তিত গ্রামের এক প্রভাবশালী ব ̈বসায়ীর নিকট পাঁচলক্ষ টাকায় সম্পূর্ন এলাকার ছন গবাদি পশুর খাদ ̈ ঘাষ
বাৎসরিক বৃদ্ধিতে বিμি করে দেয়। এই টাকা কর্তৃপক্ষের কোষাগারে বা তহবিলে জমা প্রদান না করে সমুদয় টাকা
নিজে আত্মসাদ করে। এছাড়াও বিমানবন্দরের সকল কাজ এবং ঠিকাদারদের হয়রানী বা জিম্মি করে টাকা নিয়ে নিজের
পকেট ভারী করে। বিমান বন্দর ব ̈ব ̄’াপকের দ¦ায়িত্ব নেওয়ার পর হতে টাকার লোভে তিনি এখন দিশেহারা।
শাহ্ মখদুম বিমানবন্দরের জরুরী অপারেশনাল কাজে ব ̈বহারক…ত পিকআপ গাড়ীটির রং নস্ট হয়ে গেছে। উহা
ডেন্টিং পেন্টিং করার জন ̈ সিএএবি কর্তৃপক্ষ ঠিকাদার কর্তৃক কার্যাদেশ প্রদান করে । কিন্তু ঠিকাদার গাড়ীর ডেন্টিং
পেন্টিং করতে চাইলে তাহাকে ধমক দিয়ে উক্ত টাকা নিজে আত্মসাদ করে। বর্তমানে গাড়িটি রং বিহীন অচল অব ̄’ায়
চলাচল করছে।
উপরোক্ত বিষয়গুলো ছাড়াও তিনি ঠিকাদারের কাজ বাবদ প্রত্যেকটি কাজের মাসোয়ারা বা কমিশন গ্রহন
করেন। কমিশন বা মাসোয়ারা না দিলে অফিশিয়ালভাবে অনৈতিক হয়রানী চলমান। উক্ত ঘটনার ব্যাপারে বিভাগীয়
কোন ব্যব ̈ব ̄’া গ্রহন করা হয়নি।
এ ব্যাপারে জানতে তার মোবাইলে কল করা হলে বলা হয় সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।