বুধবার, ১৫ মে ২০২৪, ০৭:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
শিকদার গ্রুপের অনিয়ম ও দুর্নীতি-৪ : ভারত থেকে পুরনো এয়ার ক্যাফট কেনার জন্য সিভিল এভিয়েশনের ‘এনওসি’ ডিডির ‘না’ : শাহজালালে অনুনোমুদিতভাবে ভিআইপি ব্যবহার করে ‘মাতলামি’ : একাধিক চার কালার ‘নিরাপত্তা পাস’ বরাদ্দ

একুশে বার্তা রিপোর্ট : শিকদার গ্রুপের অনিয়ম ও দুর্নীতির ধারাবাহিক প্রতিবেদনে প্রকাশের পর টনক নড়ছে প্রশাসনের। এবারের প্রতিবেদনে তাদের ( শিকদার গ্রুপ) এভিয়েশন প্রতিষ্ঠান আর এন্ড আর এয়ার লাইন্সের বিষয়ে এখানে তুলে ধরা হলো: আরএন্ডআর এয়ার লাইন্সের বাংলাদেশে দৃশ্যমান কোন এয়ার ক্যাফট নেই। আমেরিকার হকার কোম্পানির একটি এয়ার ক্যাফট দীর্ঘদিন যাবত মেরামতের জন্য আমেরিকায় পড়ে আছে বলে সিভিল এভিয়েশনের ফ্লাইট সেফটি এন্ড রেগুলটরি বিভাগের উপ-পরিচালক প্রশান্ত জানান। এ অবস্থায় ভারত থেকে আরো একপি পুরনো এয়ার ক্যাফট কেনার জন্য শিকদার গ্রুপের কর্নধাররা সিভিল এভিয়েশনে আবেদন করেছে। সিভিল এভিয়েশন তদন্ত করে শিকদার গ্রুপের আর এন্ডআর এয়ার লাইন্সকে ‘এনওসি’ দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। কিন্ত সিএএবির উপ-পরিচালক (এফএসআর) তা অস্বীকার করেন। এ দিকে গত ১৪ নভেম্বর শিকদার গ্রুপের কর্নধাররা টিজি ফ্লাইটে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরন করে শাহজালালে অনুনোমুদিতভাবে ভিআইপি ব্যবহার করেন এবং ভিআইপিতে শিকদারের সাথে থাকা এক ছেলে নেশাগ্রস্ত অবস্থায় মাতলামি করেন বলে গোয়েন্দা সংস্থা জানতে পেরেছে। ঘটনার সময় ভিডিও ফুটেজ ধারনকৃত ফুটেজ পরিক্ষা-নিরিক্ষা করে দেখছে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা। সূত্রে জানা গেছে, শিকদার গ্রুপের আরএন্ডআর এয়ার লাইন্সের কর্মকর্তা- কর্মচারিদের নামে সিএএবি কর্তৃপক্ষ একাধিক চার কালার নিরাপত্তা পাস বরাদ্দ করেছে। এই নিারপত্তা পাস ব্যবহার করে আরএন্ডআর কর্মকর্তা- কর্মচারিরা অবাধে শাহজালালের স্পর্শকাতর এলাকায় প্রবেশ করছে। স্মাগলিং কাজের সাথে শিকদার গ্রুপের আরএন্ডআর কর্মকর্তা- কর্মচারিরা সংশ্লিষ্ট কিনা তা গোয়েন্দারা খতিয়ে দেখছে। শিকদার গ্রুপের নিয়ন্ত্রিত এয়ার লাইন্স আরএন্ডআরকে একটি পুরেনা এয়ার ক্যাফট বিক্রি করে দেয়া বা বাংলাদেশে দৃশ্যমান না থাকা বা মেইনটেন্স করার জন্য আমেরিকায় পাঠনো এবং ভারত থেকে আরেকটি পুরনো এয়ার ক্যাফট কেনার ব্যাপারে সিএএবির অনুমতির ব্যাপারে জানতে গত ২০ নভেম্বর সিভিল এভিয়েশনের উপ-পরিচালক ( ফ্লাইট সেফটি) প্রশান্তকে তার সেল ফোনে কল করলে তিনি জানান, শিকদার গ্রুপের একটি হকার কোম্পানির এয়ার ক্যাফট মেরামতের জন্য আমেরিকা পাঠানো হয়েছে। ভারত থেকে আরেকটি পুরনো এয়ার ক্যাফট কেনার জন্য আরএন্ডআর এয়ার লাইন্স আবেদন করেছে, বিষয়টি প্রক্রিয়াধীন আছে, এখনও ‘এনওসি’ দেয়া হয়নি। শিকদার গ্রুপের কর্নধারদের নামে চার কালার নিরাপত্তা পাস ইস্যু করা, ভিআইপি ব্যবহার এবং গত ১৪ নভেম্বর ভিআইপিতে মাতলামির ব্যাপারে শাহজালাল বিমানবন্দরের উপ-পরিচালক মোশাররফ হোসেন জানান, বিষয়টি আমার জানা নেই।

 

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।