শুক্রবার, ১৭ মে ২০২৪, ১২:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সরকারি আদেশের থোরাইকেয়ার : সিএএবির ৫ কর্মকর্তা বিদেশ সফরে!

স্টাফ রিপোর্টার : সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর সরকারি ঘোষণায় বন্ধ করা হলেও এই আদেশকে থোরাইকেয়ার করছে সিভিল এভিয়েশন অথরীটি অব বাংলাদেশ । এই সংস্থার চেয়ারম্যান , প্রধান প্রকৌশলীসহ ৫ কর্মকর্তা বিদেশ সফরে রয়েছেন। আগামি রোববার তারা দেশে ফিরে আসবেন বলে জানা যায়।
ইতিপূর্বেও এই সংস্থার কারিগারি সম্পর্কের বাইরে ডিডি অডিট শাহিনাকে কারিগরি পরিদর্শন টিমের সাথে সরকারি খরচে বিদেশ পাঠানো হয়। এ মন্ত্রণলয়ের সাবেক একজন অতিরিক্ত সচিকেও কক্সবাজার বিমানবন্দরের রানওয়ের ফেল্ট পরিদর্শনে বিদেশ পাঠানো হয়। তৎকালিণ ডিডি বর্তমানে পরিচালক মানব সম্পদ ও সাধারণ প্রশিক্ষন মোহাম্মদ নূরুল ইসলামকে সরকারি খরচে হজে¦ পাঠানো হয়, সরকারি খরচে হজ¦ও করেন আবার তাকে সরকারি ১৫ লাখ টাকা বরাদ্দও করা হয়।সরকারি জিও ছাড়াই সাবেক এক মহিলা প্রধান নিরাপত্তা কর্মকর্তা ৭ দিন বিদেশ সফর করেন , দেশে আসার পর তার জিও লেটারে সই করানো হয়। ওই কর্মকর্তাকে বয়স টেম্পারিং করে চাকরি দেয়া হয়েছে বলে অভিযোগ ওঠেছে।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।