মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৮:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সিভিল এভিয়েশন : সিলেট এয়ারপোর্ট ম্যানেজারের বিরুদ্বে তদন্ত কমিটি গঠিত

স্টাফ রিপোর্টার : সিলেট এয়ারপোর্ট ম্যানেজারের বিরুদ্বে আনসার সদস্য হেলালকে মারধরসহ স্বজনপ্রীতি, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও ঘুষ নেয়াকে কেন্দ্র করে বাংলাদেশ সিভিল এভিয়েশন প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে। যোগাযোগ বিভাগের পরিচালককে প্রধান করে এই তদন্ত কমিটি গঠিত হয়েছে। ইতিমধ্যেই তদন্ত কমিটি কাজ শুরু করেছে। তদন্ত কমিটির প্রধান তদন্ত কাজে সিলেট যাবেন বলেও সিএএবি সূত্রে জানা যায়।
গত ১০ বছর যাবত সিলেট বিমানবন্দরের ম্যানেজারের দায়িত্বে রয়েছেন হাফিজ আহমদ। দীর্ঘ সময় হাফিজ আহমদ সিলেট এয়ারপোর্টে ম্যানেজারের দায়িত্বে থাকায় তিনি ঘুষখোর দুর্নীতিবাজ হিসেবে আলোচিত-সমালোচিত হচ্ছেন। সিলেট বিমানবন্দরে স্মাগলারদের সহায়তাকারি হিসেবেও গোয়েন্দারা তার গতিবিধি খতিয়ে দেখছেন। তার বিরুদ্বে একাধিক গোয়েন্দা রিপোর্ট আমলে নেয়নি সিএএবি প্রশাসন। এবার তদন্ত কর্মকর্তা কি তার পক্ষে সাফাই গাবেন- এ প্রশ্ন সংশ্লিষ্টদের।
উল্লেখ্য, এ নিয়ে ‘একুশে বার্তা’ এবং ‘সংবাদ প্রতিদিনে’ প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর সিএএবির প্রশাসন তা আমলে নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।