শুক্রবার, ১৭ মে ২০২৪, ০১:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
২৮ বছর পর উৎসব মুখর পরিবেশে আজ ডাকসু নির্বাচন ৪৩ হাজার শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন

ডেক্স রিপোর্ট :  : সংঘাতহীন জমজমাট নির্বাচনী পরিবেশের মধ্যে উৎসব মুখর পরিবেশে আজ ডাকসু নির্বাচন। সব বৈরীতা ভুলে ঢাবি ক্যাম্পাসে ছাত্রসংগঠনগুলো সহবস্থান নির্বাচনে ভিন্নমাত্রা পায়। ছাত্রসংগঠনগুলো নেতাদের পদচারণায় মধুর ক্যান্টিন ফিরে পায় সেই চিরচেনা রূপ। পোস্টার আর ব্যানারে ব্যানারে ছেয়ে যায় ঢাবি ক্যাম্পাস। চলে খ- খ- মিছিল, হলে হলে চলে প্রার্থীদের প্রচার। আশা আর শংকার মধ্যে ২৮ বছরের স্থবিরতা শেষে আজ আবার ডাকসু পথ চলা শুরু করবে নতুন নেতৃত্বের হাত ধরে।
সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত বিরতিহীন চলবে ভোট গ্রহণ। তবে প্রধান রিটানিং কর্মকর্তা বলেছেন যতোক্ষণ ভোটার থাকবে ততোক্ষণ ভোট হবে। প্রায় ৪৩ হাজার শিক্ষার্থী এক বছরের জন্য তাদের নেতা নির্বাচিত করবে। ইতিমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাতেই ব্যালট ও ব্যালট বাক্স হলগুলোতে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ব্য্যালট পেপার ও ব্যালট বাক্স রাতেই হলগুলোতে পাঠানো এবং মিডিয়ার নিয়ন্ত্রণের প্রতিবাদে গতকাল প্রগতিশীল ছাত্রজোট, স্বতন্ত্র জোট, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ উপাচার্যের কার্যালয়ে সামনে অবস্থান নিয়ে ভিসিকে স্মারকলিপি দেয়। পরে তারা জোটবদ্ধ হয়ে ক্যাম্পাসে মিছিল করে। মিছিলে মিডিয়ার উপর সেন্সর আরোপ ও অসচ্ছ ব্যালট বক্স এর বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়।
এক নজরে ডাকসু বুথ
সলিমুল্লাহ মুসলিম হলে বুথ ৩৫, শহীদুল্লাহ হলে ২০, ফজলুল হক মুসলিম হলে ৩৫, অমর একুশে হলে ২০, জগন্নাথ হলে ২৫টি, কবি জসীম উদ্দীন হলে ২০টি, মাস্টারদা সূর্যসেন হলে ৩২টি, হাজী মুহাম্মদ মুহসীন হলে ৩০টি, রোকেয়া হলে ৫০টি, কবি সুফিয়া কামাল হলে ৪৫টি, শামসুন্নাহার হলে ৩৫টি, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে ২০টি, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ১৯টি, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ২১টি, স্যার এ এফ রহমান হলে ১৬টি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ২৪টি, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ২০টি এবং বিজয় একাত্তর হলে ৪০টি বুথ থাকবে।

 

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।