শুক্রবার, ১৭ মে ২০২৪, ০২:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
২ ফেব্রুয়ারি শনিবার এসএসসি পরীক্ষায় বসছে ২১ লাখের বেশি শিক্ষার্থী

 একুশে বার্তা রিপোর্ট : ২ ফেব্রুয়ারি শনিবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। ১০টি শিক্ষাবোর্ডে এবার পরীক্ষায় অংশ নিচ্ছে ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন। ছাত্রী ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন। গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এবার প্রশ্ন ফাঁস ঠেকাতে কঠোর ব্যবস্থা নেয়ার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হবে না বলে আশা করি। গত বছর যে পদ্ধতি অনুসরণ করা হয়েছিল সেই পদ্ধতি কার্যকর হয়েছিল এবং গত বছর কোনো প্রশ্ন ফাঁস হয়নি। এ বছর আমরা সেই পদ্ধতিকে আরো জোরদার করেছি।কাজেই আমরা আশা করছি যে, এ বছর কোনো প্রশ্নপত্র ফাঁস হবে না। প্রশ্ন ফাঁস নিয়ে রটনার অনেকটাই গুজব মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, এই পর্যন্ত পরীক্ষা করে দেখা গেছে ৮০ ভাগের উপরে হলো গুজব। কিন্তু ওই যে কুড়িভাগ- যেখানে সত্য হয়েছে, আমরা সেই কুড়িভাগের জায়গাও রাখতে চাই না। দীপু মনি বলেন, কেউ যদি (প্রশ্ন ফাঁসের) গুজব রটায় সেই গুজবে যেন কেউ কান না দেন। কোনো অভিভাবক কোনো পরীক্ষার্থী দ্বারা প্রশ্নপত্র ফাঁস হবে না এটাই আমাদের বিশ্বাস। কিন্তু কেউ প্রশ্নপত্র ফাঁসের গুজব রটাতে পারেন। সেই গুজবে কান দিয়ে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা যেন প্রতারিত না হন, এ ব্যাপারে সবার কাছে উদাত্ত আহ্বান থাকলো। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ, পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে প্রশ্নের সেট কোড জানানো, কেন্দ্র সচিব ছাড়া অন্য কারো মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞাসহ সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে নেয়া বিভিন্ন পদক্ষেপ বিস্তারিতভাবে তুলে ধরেন শিক্ষামন্ত্রী।

মন্ত্রী পরীক্ষার বিভিন্ন তথ্য তুলে ধরে বলেন, দেশের তিন হাজার ৪৯৭টি কেন্দ্রে ২৮ হাজার ৬৮২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষায় বসবে। বিদেশের আটটি কেন্দ্রে ৪৩৪ জন এসএসসি পরীক্ষায় অংশ নেবে। এবারও বাংলা দ্বিতীয়পত্র এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্র ছাড়া অন্য সব বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসিজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই এমন প্রতিবন্ধী পরীক্ষার্থী স্ক্রাইব (শ্রুতি লেখক) সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশ নিতে পারবেন। এ ধরনের প্রতিবন্ধী পরীক্ষার্থীদের অতিরিক্ত ২০ মিনিট সময় দেয়া হবে। এছাড়া অটিস্টিক ও ডাউন সিনড্রোম প্রতিবন্ধীরা অতিরিক্ত ৩০ মিনিট সময়ের পাশাপাশি শিক্ষক, অভিভাবক বা সাহায্যকারীর বিশেষ সহায়তায় পরীক্ষা দিতে পারবে বলেও জানান দীপু মনি। সংবাদ সম্মেলনে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর ছাড়াও শিক্ষা মন্ত্রণালয় এবং ঢাকা শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।