মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৫:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন সিভিল এভিয়েশনের নিরাপত্তারক্ষী মেজবাউদ্দিন-মোতালেব খান

স্টাফ রিপোর্টার : গত ১০ এপ্রিল দৈনিক আমাদের কন্ঠ পত্রিকায় ‘শাহজালালে স্বর্ন পাচারের বডি ফিটিং মেজবাউদ্দিন শেখ এখন প্রভাবশালী এবং একুশ শতকের কাগজ‘ একুশে বার্তার অনলাইন সংস্করণে ‘শাহজালালে স্বর্ন পাচারের বডিফিটিং সিএএবির নিরাপত্তারক্ষী মেজবাউদ্দিন শেখ এখন অনেক প্রভাবশালী : আরো অর্ধশত নিরাপত্তারক্ষী পাচারে জড়িত’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন সিভিল এভিয়েশনের দুই সনিপ্র মেজবাউদ্দিন শেখ এবং মোতালেব খান। তারা দাবি করেছেন প্রকাশিত সংবাদ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমাদেরকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্যই একটি স্বর্থান্বেষীমহল সোনা পাচারের কল্পকাহিনী সাজিয়ে আমাদের চরিত্রহননের জন্য, সমাজে হেয় করার জন্য এই ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ করেছে এবং ফেইজবুকে ছেড়ে দিয়েছে-যা ডিজিটাল নিরাপত্তা আইনের আওতাভুক্ত। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। ভবিষতে এ ধরনের মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন,উদ্দেশ্যপ্রণাদিত মনগড়া, কল্পকাহিনী ঘেরা প্রতিবেদন প্রকাশ করে আমাদের চরিত্রহননের চেষ্টা করলে আমরা আইনগত ব্যবস্থা নেব।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।