শনিবার, ১৮ মে ২০২৪, ০৫:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সিএএবি : মন্ত্রণালয়ের নেক আর্শিবাদে পদোন্নতি দিয়ে প্রাইজপোস্টিং , তদন্তে ঢিলেঢালা, বুয়েটের তদন্ত টিমকে প্রভাবিত করার পায়তারা : প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করে কর্মকর্তা ঢাকায়

বিশেষ সংবাদদাতা : বাংলাদেশ সিভিল এভিয়েশনের প্রকৌশলী হাবিবুর রহমানের ওপর মন্ত্রণালয়ের নেকনজর, নেক আর্শিবাদ পড়েছে। এর ফলে ছাত্রজীবনে বিএনপির অংগ সংগঠনের রাজনীতির সাথে জড়িত থাকার পরও তাকে পদোন্নতি দিয়ে প্রাইজপোস্টিং দেয়া হয়েছে। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আতিকুর রহমান ওই প্রকৌশলীর সিডি-১-এর ঠিকাদারি কাজের দুর্নীতির তদন্তে ঢিলেঢালা করছেন বলেও শোনা যায়। তিনি সিডি-১এর ঠিকাদারি কাজের তদন্ত কাজে অনীহা প্রকাশ করে সিডি-২- এর ঠিকাদারি কাজের তদন্ত করছেন বলে সিএএবির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্রমতে সিলেট বিমানবন্দরের ২ হাজার টাকার ঠিকাদারি কাজে বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয় (বুয়েট) তদন্ত টিমকে প্রভাব বিস্তার করে তদন্ত কাজে সিলেটে যেতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। ফলে বুয়েট তদন্ত টিম মাঠে যেতে না পেরে তদন্ত কাজ করতে পারছেন না।
জানা যায়, প্রকৌশলী হাবিবুর রহমান সিলেট বিমানবন্দরের কয়েক হাজার কোটি টাকার ঠিকাদারি কাজের প্রকল্প কর্মকর্তা (পিডি)। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ হচ্ছে প্রকল্প কর্মকর্তা বা পিডিকে প্রকল্প এলাকায় থাকতে হবে। কিন্ত প্রকৌশলী হাবিবুর রহমান মন্ত্রণালয়ের নেকনজরে নেক আর্শিবাদে পদোন্নতি পেয়ে ‘প্রাইজপোস্টিংয়ে’ প্রধানমন্ত্রীর এই আদেশকে ‘থোরাইকেয়ার’ করে ঢাকায় পড়ে আছেন।
এ্যাপ্রোনের মাটি ফেলে ঠিকাদারকে দেয়া হলো অর্ধ কোটির টাকার বিল : শাহজালালের থার্ড টার্মিনাল এলাকা পদ্মা ওয়েলের পাশে ৫০ লাখ টাকার মাটি ফেলার েিঠকাদারি কাজে টেন্ডার সিডিউলে বাইরে থেকে মাটি এনে ফেলার শর্ত থাকলেও শাহজালালের এ্যাপ্রোন এলাকায় ঠিকাদারি কাজে ওঠানো মাটি এনে থার্ড টার্মিনাল এলাকায় ফেলে ঠিকাদারী প্রতিষ্ঠান ‘আজম এন্টারপ্রাইজ’কে দেয়া হলো ৫০ লাখ টাকার বিল। এতে কন্টাক্টর- ইন্ঞিনিয়ার ‘ফরটি- সিক্সটি’ বলে চাউর হয়ে গেছে।
ফেল্টের কাজে অনিয়ম : শাহজালাল বিমানবন্দরের টার্মিনাল ভবনের ছাদের পানি পড়া প্রতিরোধে ‘ফেল্টের’ কাজে নি¤œমানের উপকরণ দিয়ে কাজ করায় শাহজালালের ছাদ চুইয়ে পানি পড়ছে- যা দৃশ্যমান, সবার নজর কাড়ছে । অথচ মন্ত্রণালয়ের তদন্ত কর্মকর্তার ছাদ চুইয়ে পানির পড়ার এ দৃশ্য চোখে পড়ছে না। ক্রমশ

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।