বুধবার, ১৫ মে ২০২৪, ১০:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ব্যতিক্রম ঘটনা : সূর্যগ্রহণকালে মাটিতে পুঁতে রাখা হলো বিকলাঙ্গ শিশুদের

একুশে বার্তা ডেক্স : বৃহস্পতিবারের সূর্যগ্রহণ বিশ্বের প্রায় সবার দৃষ্টি আকর্ষণ করেছে। কিন্তু এ উপলক্ষে ব্যতিক্রমী ঘটনা ঘটেছে ভারতের কর্নাটকের কালবুরগি গ্রামে। ওই গ্রামে বিকলাঙ্গা শিশুদের গলা পর্যন্ত মাটির ভিতর পুঁতে রাখা হয়। পিতামাতা বা অভিভাবকদের ধারণা, সূর্য গ্রহণের সময় এভাবে মাটির ভিতর পুঁতে রাখলে শিশুদের রোগমুক্তি ঘটে। এমন ঘটনার সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছে অনলাইন জি নিউজ। এতে বলা হয়, কালবুরগির বেশ কিছু পরিবার ওই ধারণা পোষণ করেন। তারাই তাদের সন্তানদের মাটির ভিতর এভাবে পুঁতে রেখেছিলেন।
বৃহস্পতিবারের সূর্যগ্রহণ ছিল ২০১৯ সালের সর্বশেষ সূর্যগ্রহণ।

প্রতি বছরের মতো এবার সূর্যগ্রহণকালে চাঁদ সূর্যের কেন্দ্র বরাবর অবস্থানে চলে আসে। ফলে সূর্যের কেন্দ্রীয় অঞ্চল অন্ধকার হয়ে যায়। আর চারপাশে আলোক বলয় বা রিংয়ের সৃষ্টি হয়। এমন সময়ে অনেকে পানাহার করা থেকেও বিরত থাকেন। কুসংস্কারের মধ্যে আরো আছে। অনেকে এ সময় দেবদেবতাকে পুজা করতে থাকেন। সাধারণত গ্রহণকালে মন্দিরের দরজা পর্যন্ত বন্ধ থাকে। গ্রহণ শেষ হলে অনেকে সরাসরি গোসল করতে চলে যান। গোসল করে ফ্রেস হয়ে পরিষ্কার পোশাক পরেন। অনেকে আবার এ সময় ঘুমানো, মলমূত্র ত্যাগ, যৌন সম্পর্ক স্থাপন থেকে বিরত থাকেন।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।