শনিবার, ১১ মে ২০২৪, ১১:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
‘ভারতের বিরুদ্ধে সরব না হলে বাংলাদেশের মুক্তি নেই’

নিউজ ডেক্স : : ‘বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক রক্তের।’ শনিবার এই মন্তব্য করেছিলেন বিদেশমন্ত্রী এ কে আবদুল মোমেন। রবিবার তাঁর বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বিএনপি (BNP) নেতা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরি (Jafrullah Chowdhury)। তিনি বলেন, ‘ভারতের সঙ্গে যে রক্তের সম্পর্ক, তা দূষিত রক্ত। এ রক্ত দিয়ে কী হবে?’

রবিবার ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে ভাসানি অনুসারী পরিষদ ‘খরাকালে পোড়াও, বর্ষাকালে ভাসাও’ শিরোনামে একটি সভার আয়োজন করেছিল। বাংলাদেশের সঙ্গে ভারতের এই নীতিতে চলার প্রতিবাদে আয়োজিত ওই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই মন্তব্য করেন জাফরুল্লাহ চৌধুরি। বলেন, ‘আমাদের সঙ্গে ভারতের রক্তের সম্পর্কের কথা বলা হচ্ছে। কিন্তু, এই রক্ত তো দূষিত রক্ত। এই দূষিত রক্ত দিয়ে কী হবে? পরিচ্ছন্ন রক্ত দরকার। তাদের সজ্জন হওয়া দরকার।’

এরপরই আওয়ামি লিগের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, ‘ভারতের বিরুদ্ধে সোচ্চার না হলে বাংলাদেশের মুক্তি নাই। এই দূষিত রক্ত থেকে মুক্তি দরকার। প্রতিদিন ভারত সীমান্তে লোক মারছে অথচ আমাদের আওয়াজ নাই। কিন্তু, নেপাল সংসদে আইন করে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।’

কক্সবাজারের টেকনাফে মেজর (অবসরপ্রাপ্ত) সিনহা মহম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডের ঘটনা প্রসঙ্গে জাফরুল্লাহ বলেন, ‘সিনহা হত্যাকাণ্ড কি ওসি প্রদীপের ঘটনা? না এর সঙ্গে ও মোসাদ যুক্ত আছে? এটা পরিষ্কারভাবে পরীক্ষা করা দরকার। এর জন্য স্বাধীন কমিশন গঠন করে তদন্ত করতে হবে। কারণ এই হত্যাকাণ্ডে ভারত ও ইজরাইলের গোয়েন্দা সংস্থার হাত থাকতে পারে।’ সংবাদ প্রতিদিন

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।