সোমবার, ১৩ মে ২০২৪, ০৯:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
তার পদচারণা আর পড়বে না সিএএবিতে- সেই ক্যাপ্টেন ইকরামউল্লাহ আর নেই

স্টাফ রিপোর্টার : একটানা ৩৩ বছর চাকরি করেছেন সিভিল এভিয়েশনে। বসতেন সিএএবির সদর দপ্তরে। মাঝে দুইদফা দেশের প্রধান বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব পালন করেন। সেনা বাহিনী থেকে ক্যাপ্টেন হিসেবে চাকরি ইস্তফা দিয়ে সেই যে তিনি সিএএবিকে আকড়ে ধরেছিলেন, মৃত্যুর আাগ পর্যন্ত তিনি সিএএবিতেই ছিলেন। ২০১৬ সালে তিনি পরিচালক প্রশাসন হিসেবে পিআরএল-এ যান। শত শত কর্মচারি তাকে ফেয়ারওয়েল দেন, অনেকে কান্নাজড়িত কন্ঠে আবেগ-অনুভুতি প্রকাশ করে তাকে বিদায় সম্ভাষন জানান।
সেই ক্যাপ্টেন অব. ইকরাউল্লাহ ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় করোনা আক্রান্ত হয়ে সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন ( ইন্নালিল্লাহে-ওয়া ইন্না ইলাহে রাজিউন) । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তার মেয়ে আমেরিকা প্রবাসি। নামাজে জানাজা শেষে তাকে ২১ সেপ্টেম্বর বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে সিএএবিতে কর্মচারিদের মাঝে শোকেরছায়া নেমে এসেছে।অনেকে চোখের জল ধরে রাখতে পারেনি। সিএএবিতে কর্মরত নোয়াখালি কর্মচারিরা ব্যানার টাংগিয়ে শোক প্রকাশ করছে। এতে নেতৃত্ব দিচ্ছেন কর্মচারীদের দাবি আদায়ের মধ্যমনি শহিদুল্লাহ, নূরনবী ভুইয়াসহ আরো অনেকে।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।