মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৬:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বৃটিশ আইন নয়- যুগোপযোগি আইন করে পাহাড়িদের জমি বুঝিয়ে দেয়া হবে : প্রধানমন্ত্রী

একুশে বার্তা প্রতিবেদক : সারাদেশে যেন সুষম উন্নয়ন হয় সেদিকে দৃষ্টি দেওয়া হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের এই নীতির ফলে পার্বত্য চট্টগ্রামেও একই রকম উন্নয়ন হচ্ছে। শান্তি চুক্তির ৮০ ভাগ বাস্তবায়িত হয়েছে বাকিগুলো নিয়ে কাজ চলছে।

২১ জানুয়ারি  রোববার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এবং ইউনিসেফের যৌথ উদ্যোগে রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলাধীন মিতিংগাছড়িতে নির্মিত ৪০০০ তম পাড়াকেন্দ্র উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্যান প্যাসেফিক সোনারগাঁও হোটেল থেকে তিনি এ উদ্বোধন করেন।

শেখ হাসিনা বলেন, শান্তি চুক্তির ৮০ ভাগ বাস্তবায়ন হয়েছে, বাকিটাও দ্রুত বাস্তবায়ন হবে। ভূমি কমিশন করে পার্বত্য এলাকার জমি সমস্যার সমাধান করে ফল ও সবজি চাষ করে সেগুলো রপ্তানি করার চেষ্টা করতে হবে।

তিনি বলেন, ব্রিটিশ আমলের আইন নয় যুগোপযোগী আইন দিয়েই পাহাড়িদের জমির মালিকানা বুঝিয়ে দেওয়া হবে।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, আগের সরকারগুলো সমতল ভূমি থেকে মানুষদের সেখানে নিয়ে সংঘাতে উস্কে দিয়েছিল। কিন্তু শান্তি চুক্তির মাধ্যমে এই সংঘাতের পথ বন্ধ করে দেয় আওয়ামী লীগ সরকার।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।