মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০১:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
শাহজালালে দুই মোবাইলের ভিতর থেকে ৫৫ লাখ টাকার স্বর্ণের বার জব্দ

একুশে বার্তা প্রতিবেদন : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোবাইল ফোনের মধ্যে স্বর্ণের বার পাচারের সময় এক যাত্রীকে আটক করা হয়েছে। ওই যাত্রীর নাম মোহাম্মাদ আবু তাহের। তার কাছ থেকে প্রায় ৫৫ লাখ টাকার ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর সূত্র জানায়, মোহাম্মাদ আবু তাহেরের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। শনিবার দুপুরে তিনি বাংলাদেশ বিমানের বিজি-১২২ যোগে চট্টগ্রাম থেকে শাহজালাল বিমানবন্দরে পৌঁছান। গোপন সংবাদের ভিত্তিতে ডোমেস্টিক আগমনি পয়েন্ট পার হওয়ার পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তিনি অস্বীকার করলে কাস্টমস হলে এনে স্বর্ণের বারগুলো তার দু’টি মোবাইল ফোনের ভেতর থেকে উদ্বার করা হয়। তার কাছে থাকা দু’টি হুয়াওয়ে ব্র্যান্ডের মোবাইল ফোনের ভেতরে স্বর্ণগুলো লুকানো ছিল। তাহেরকে শুল্ক আইনে গ্রেফতার করা হয়ে।

 

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।