শনিবার, ১৮ মে ২০২৪, ০৪:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ওয়াসার পানি ময়লা দুর্গন্ধ, ব্যবহারের অনুপযোগি, এমপির পিএস-এর সাইট পরিদর্শন, ওয়াসার কর্তৃপক্ষ উদাসিন

স্টাফ রিপোর্টার : দক্ষিণখানের আশকোনা পুরাতন পাম্প পানির লাইন দিয়ে সপ্তাখানিক যাবত ময়লা দুর্গন্ধযুক্ত পানি আসছে। এ পানি ব্যবহারের অনুপযোগি। ওয়াসা কর্তৃপক্ষকে বার বার অভিযোগ করার পর ওয়াসার সংশ্লিষ্ট কর্মকর্তারা উদাসিন। কিছুদিন আগে নতুন পাম্প লাইন দিয়েও ময়লা পানি আসতো, কিছুদিন পানি সরবরাহ বন্ধও ছিল। এলাকাবাসি বিক্ষুব্ধ হয়ে আশকোনা পানির পাম্প অফিস ঘেরাও করে। বিষয়টি স্থানীয় এমপিকেও জানানো হয়। এমপির পিএস সাইট পরিদর্শন করেছেন। কিন্ত এরপরও সমস্যার কোন সমাধান হচ্ছে না।
ময়লা দুর্গন্ধযুক্ত পানির ব্যাপারে সাইট ইনজিনিয়ার জোয়ার্দার সাবকে জানানোর পর তিনি সমস্যা সমাধানের আশ^াস দিয়েছেন।
এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলীকে মোবাইলে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।