বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৩:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ফাস প্রসংগে প্রধানমন্ত্রী:প্রশ্ন ফাঁস যুগ যুগ ধরে হয়ে আসছে : মন্ত্রী-সচিব দায়ী নয় : ওই টিকমার্ক তুলে দেব

একুশে বার্তা ডেক্স : ইতালির রোম শহরে থেকে বাংলাদেশে ফিরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে কথা বলেছেন।এখানে তিনি সাম্প্রতিক সময়ের প্রশ্ন ফাঁস প্রসঙ্গে বলেছেন, প্রশ্নফাঁস নতুন কিছু নয়, এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। ওই টিকমার্ক ( বহু নির্বাচনী) তুলে দেব।

১৮ ফেব্রুয়ারি  সোমবার  বিকেলে গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী। সম্মেলনটি বিকেল ৬টায় শেষ হয়।

সংবাদ সম্মেলনে এমসিকিউ (বহু নির্বাচনী প্রশ্ন) বন্ধ করে দেওয়া হবে বলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান প্রধানমন্ত্রী।

প্রশ্ন ফাঁসের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না-এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, প্রশ্ন ফাঁস নতুন কিছু না, যুগ যুগ ধরে হয়ে আসছে।

এ সময় প্রশ্নগুলো কতদিন আগে ফাঁস হয়েছে, জানতে চান প্রধানমন্ত্রী। উত্তর পেয়ে বলেন, ‘২০ মিনিট আগে প্রশ্ন ফাঁস হলে আপনি কি করবেন?’

‘আর আমাদের এখানে এত বেশি ট্যালেন্টেড কে আছে, আধা ঘণ্টা আগে, ২০ মিনিট আগে ওই প্রশ্ন অনুযায়ী বই খুলে উত্তর মুখস্থ করে খাতায় লিখবে, এত ট্যালেন্টেড কে আছে?’

প্রধানমন্ত্রী আরও জানান, প্রশ্ন ফাসকারীদের খুঁজে শাস্তির ব্যবস্থা করা হবে।

“অভিযোগগুলো আমাদের ওপর দেওয়া হচ্ছে, একটা সুর তুলে দেওয়া হচ্ছে যে প্রশ্নপত্র ফাঁস।”

প্রধানমন্ত্রী বলেন, “এটা কোনো দিন ঠিক না। কিন্তু এজন্য মন্ত্রীকে গালি দিতে হবে, সচিবকে গালি দিতে হবে। তাকে চলে যেতে হবে। সচিব আর মন্ত্রী গিয়ে তো প্রশ্নপত্র ফাঁস করে নাই।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।