বুধবার, ১৫ মে ২০২৪, ০২:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
এয়ারফ্রেইটে ৩৬ লাখ টাকার সিগারেট জব্দ

স্টাফ রিপোর্টার : শাহজালাল বিমানবন্দরের এয়ারফ্রেইট আমদানি শাখা থেকে পরিত্যক্ত অবস্থায় ঢাকা কাস্টমস হাউজ আমদানি নিষিদ্ধ ১ হাজার ১৭৮ কার্টন সিগারেট জব্দ করেছে। জব্দকৃত সিগারেটের মূল্য ৩৬ লাখ টাকা।
ঘটনার সত্যতা স্বীকার করে ঢাকা কাস্টমস হাউজে এয়ারফ্রেইট ইউনিটে কর্মরত উপ-কমিশনার সুমন চাকমা জানান, জব্দকৃত সিগারেটগুলো ব্লাক ব্রান্ডের। শনিবার দুপুরে দুবাই থেকে উইন্টার ফ্যাশন নামে ব্যক্তিগত পন্য হিসেবে চালানটি ঘোষণা দিয়ে শাহজালালে নিয়ে আসা হয়। পণ্যের চালানটি ইনভেন্ট্রি করার সময় চালানের ভিতরে লুকানো অবস্থায় ১ হাজার ১৭৮ কার্টন ব্লাক ব্রান্ডের সিগারেটের অস্তিত্ব পায় কাস্টমস কর্তৃপক্ষ। এর কোন দাবিদার না থাকায় পরিত্যক্ত অবস্থায় সিগারেটের চালানটি আটক করা হয়। এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্বে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।